v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Monday Apr 7th   2025 
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-10 20:20:30    
পঁয়ত্রিশ বছরের প্রেমের পরিণতি চার্লস-ক্যামিলার বিয়ে(ছবি)

cri

    ব্রিটেনের ভবিষ্যত্ রাজা প্রিন্স চার্লসের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়েছে। এ অপেক্ষা ছিল, শেষ পর্যন্ত তিনি কি প্রেমিকা ক্যামিলা পার্ক বোলসকে ঘরে তুলে আনতে পারবেন। শত বাধা আর আইনি প্যাঁচ অতিক্রম করে অবশেষে তার অপেক্ষার পালা সাঙ্গ হল। শনিবার লন্ডন সময় দুপুর ১টায় আনুষ্ঠানিক বিয়ের পর্ব যখন শুরু হয় তখন সব গুঞ্জনের ইতি ঘটে। প্রিন্স চার্লস এবং ক্যামিলা পার্কারের বিয়ে সম্পন্ন হয়েছে।

    ইনজা গিল্ড হলে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ১০ মিনিটের এ পর্বে প্রিন্স চার্লসের দুই ছেলে উইলিয়াম এবং হ্যারি ছাড়াও ক্যামিলা পার্কারের ছেলে ও নিকটাত্নীয়রা উপস্থিত ছিলেন। কিন্তু রাজ পরিবারের গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি উপস্থিত ছিলেন না। এমনকি রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ উপস্থিত ছিলেন না। অর্থাত্ বিয়ের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রিন্স চার্লসের মা-বাব উপস্থিত ছিলেন না।

    ক্যামিলা ১৯৮০ সালে জিম্বাবুয়ের স্বা

ধীনতা দিবস উপস্থাপনের অনুষ্ঠানে প্রিন্স চার্লসের সফরসঙ্গী হন রাষ্ট্রীয় মেহমান হিসাবে। এর পরের বছর ১৯৮১ সালে ডায়ানার সঙ্গে চার্লসের বিয়ে হয়। ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ডায়ানার সর্মাত্নিক মৃত্যু ঘটে।

    ক্যামিলা চার্লস যে ভাবে রাজপরিবারের কাছে আসে:

    ডায়ানার মৃত্যুর পর ক্যামিলা-চার্লস সম্পর্ক প্রকাশ্য রুপ লাভ করে। বিভিন্ন সভা-সমাবেশে ক্যামিলাকে সঙ্গে নিয়েই চার্লস চলাফেরা করতেন। ১৯৯৯ সাল চার্লসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ক্যামিলা। তখন পুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। ২০০০ সালে রানী এলিজাবেথের সঙ্গে তার আনুষ্ঠানিক সাক্ষাত্ করিয়ে দেয়া হয়। ২০০৪ সালে রয়েল মিসটেস হিসেবে রাজপরিবার থেকে স্বীকৃতি প্রদান করা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China