মিশরের প্রধান আইন কর্মকর্তা মাহের আব্দেল ওয়াহেদ ৯ এপ্রিল সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রাথমিক তদন্ত করার পর মিশর পুলিশ মনে করে, ৭ এপ্রিল বিকেলে কায়রোর পুরানো শহরে সংঘটিত বিস্ফোরণ একটি ব্যক্তিগত দু'রাচার, এটি কোনও সংগঠনের তত্পরতা নয়।
তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থলে কিছু পেরেক এবং টি.এন.টি বিস্ফোরকের অবশিষ্ট বস্তু খুঁজে পেয়েছে। এগুলো পরিক্ষা করে বোঝা গেছে, বিস্ফোরণের সরঞ্জাম নিজেদের তৈরি।
উল্লেখ্য, মিশরের রাজধানী কায়রোর পুরানো এলাকায় একটি কারুশিল্প মার্কেটে ৭ এপ্রিল বিকেলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে একজন মার্কিন এবং একজন ফরাসি নাগরিক-সহ তিনজন নিহত এবং ১৮জন আহত হয়েছে।
|