পাকিস্তানের প্রেসিডেণ্ট পারভেজ মুশাররাফ ৯ এপ্রিল ইসলামাবাদে বলেছেন, ভারতের সঙ্গে অর্ধশতাব্দী ধরে বিরাজমান কাশ্মির সমস্যা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আগামী সপ্তাহে ভারত সফরকালে ভারতের নেতৃবৃন্দের সঙ্গে এ সমস্যা নিয়ে আলোচনা করবেন।
একটি আন্তর্জাতিক সম্মেলনে মুশাররাফ জোর দিয়ে বলেছেন, কাশ্মির সমস্যার সমাধান খুব জরুরি । তিনি বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফারাবাদ এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরের মধ্যে একটি সড়ক যোগাযোগ স্থাপন শুধুমাত্র দু'দেশের পারস্পরিক আস্থা স্থাপনের একটি পদক্ষেপ। কিন্তু দু'দেশের চুড়ান্ত লক্ষ্য কাশ্মির সমস্যার সমাধান।
ভারত সরকারের আমন্ত্রণে মুশাররাফ ১৬ এপ্রিল ভারত সফর করবেন এবং ভারতে অনুষ্ঠিতব্য পাক-ভারত ক্রিকেট প্রতিযোগিতা পরিদর্শন করবেন। তাছাড়া তিনি ভারতের নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।
|