অ্যাংগোলায় মার্বার্গ ভাইরাস প্রতিরোধে সাহায্য করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৮ এপ্রিল আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে অ্যাংগোলাকে ৩৫ লক্ষ মার্কিন ডলার জরুরী সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা বলেছেন, অ্যাংগোলাকে দেয়া ৩৫ লক্ষ মার্কিন ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতি সংঘের শিশু তহবিল সংস্থা প্রভৃতি জাতি সংঘের সংস্থাগুলো অ্যাংগোলা সরকারকে মার্বার্গ ভাইরাস প্রতিরোধ করার অভিযানে সাহায্য দেয়ার ব্যাপারে প্রয়োগ করবে।
অ্যাংগোলায় সংঘটিত মার্বার্গ ভাইরাসে এ পর্যন্ত ১৮০ জন মারা গেছে। পৃথিবীতে এটি সবচেয়ে গুরুতর ভারইরাস আক্রমন। এখনও এই ভাইরাস নিয়ন্ত্রণে আনা যায় নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক বার্তায় জানিয়েছে, পরবর্তী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সংস্থা এবং অ্যাংগোলার স্থানীয় বিভাগ এই ভাইরাস প্রতিরোধের জন্য যথাসাথ্য চেষ্টা চালাবে।
|