৯ তারিখ দক্ষিণ কোরিয়ার ইয়োনহেপ নিউজ এজেন্সির খবরে প্রকাশ , জাপানের নতুন রচিত ইতিহাস পাঠ্যপুস্তকে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে , ৮ এপ্রিলজেনিভায় অনুষ্ঠিত জাতি সংঘের ৬১তম মানবাধিকার অধিবেশনে জেনিভাস্থ দক্ষিণ কোরিয়ার উপ প্রতিনিধি পাক্ ইন্ হুক্ তার নিন্দা করেছেন । তিনি জাপান সরকারের উদ্দেশ্যে পাঠ্যপুস্তকে স্থান দেয়া ভুল ইতিহাস সংশোধনের তাগিদ দিয়েছেন ।
তিনি বলেছেন , জাপান সরকার অনুমোদিত মাধ্যমিক স্কুলের ইতিহাস পাঠ্যপুস্তকে আগ্রাসী কার্যকলাপ সুন্দর প্রলেপে যুক্ত করে দিয়ে আইন লংঘন করার যে অপচেষ্টা চালিয়েছে ,তাতে দক্ষিণ কোরিয় সরকার ক্ষোভ প্রকাশ করেছে ।
তিনি জোর দিয়ে বলেছেন , জাপান সরকারকে ঐতিহাসিক ভুল মেনে নিতে হবে এবং পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস অবশ্যই সংশোধন করতে হবে ।
|