৯ এপ্রিল জাপানের মেইনিচি সিম্বুন পত্রিকার খবরে প্রকাশ , জাপানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ইউকোতা ঘাঁটি ব্যবহার বিষয়ে জাপান আর যুক্ত রাষ্ট্র মতৈক্যে পৌঁছেছে ।
চুক্তি অনুযায়ী , বর্তমানে টোকিও'র ফুছু শহরে মোতায়েন জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর সদর দফতর ইউকোতা ঘাঁটিতে স্থানান্তরিত হবে । যুক্তরাষ্ট্রের পরিচালনাধীন জাপানের রাজধানী অঞ্চলের আকাশ সীমা পরিচালনার ক্ষমতাও জাপানের কাছে হস্তান্তর করা হবে । দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে সামরিক রননীতির পুনর্বিন্যাসের একটি অংশ ।
|