৮ এপ্রিল সুইডেনে অনুষ্ঠিত বিশ্বনারী আইস হোকি প্রতিযোগিতার দু'পর্যায়ে অথবা ৫-৮ নম্বরের প্রতিযোগিতায়, চীন ৩:০ সেটে হাসাকস্তানকে পরাজিত করে ক শ্রেণীর আসন সংরক্ষণ করেছে।
৯ এপ্রিল এবারের প্রতিযোগিতার চুড়ান্ত দিন। চীন জর্মানির সঙ্গে পাঁচ নম্বরের জন্য প্রতিযোগিতা করবে। আর স্বর্ণ পদকের জন্য ক্যানাডার সঙ্গে প্রতিযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
|