৮ এপ্রিল ক্যামেরুনের গণ-মাধ্যম সুত্রে জানা গেছে, চলতি সপ্তাহের, আন্তর্জাতিক ফুটবল লীগের চেয়ারম্যান বলাট্টার পাঁচদিন ব্যাপী চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, বুরুনডি এবং রুয়ান্ড সফর করবেন।
তাঁর এবারের আফ্রিকা সফরের প্রধান লক্ষ্য হলো এই সব দেশে আন্তর্জাতিক ফুটবল লীগের সাহায্য প্রকল্প পর্যবেক্ষণ করা, এসব প্রকল্প চালুর ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। আফ্রিকান ফুটবল লীগের কায়রো সদর দফতর প্রতিষ্টা করা ছাড়াও, আন্তর্জাতিক ফুটবল লীগ এদেশগুলোতে আরও প্রশিক্ষণকেন্দ্র তৈরি করবে।
|