v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-08 21:27:43    
১লা এপ্রিল থেকে ৮ই এপ্রিল

cri
    ১: এশিয়া সহযোগিতা সংলাপের চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ৬ তারিখে ইসলামাবাদে আয়োজিত হয়েছে। পাকিস্তান সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ উভয়ই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং সম্মেলনে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন।

    ভাষণ দেয়ার সময়ে ওয়েন চিয়া পাও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা সম্পর্কে চীনের অধিষ্ঠান ও প্রস্তাব ব্যাখ্যা করেছেন এবং এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে মিলিতভাবে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল , সহযোগিতামূলক  এবং উন্নয়নশীল নতুন এশিয়া গঠনের প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।

    ভাষণ দেয়ার সময়ে আজিজ এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে সহযোগিতা জোরদার করে এশিয়ার সুপ্ত শক্তি প্রস্ফূর্ত করে মিলেমিশে এশিয়ার শান্তি ও সমৃদ্ধি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।

    তা ছাড়া, লি চাও শিং ৬ তারিখে ইসলামাবাদে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা বান কি-মুন-এর সঙ্গেও সাক্ষাত করেছেন এবং কিরগিজস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুন্বায়েভা-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    ২: খালেদা জিয়া ও ওয়েন চিয়া পাওয়ের মধ্যে বৈঠক

    বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭ তারিখে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে বৈঠক করেছেন । দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ইত্যাদি ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রশ্নে পূর্ণ মতৈক্য অর্জন করেছে ।

    জিয়া বৈঠকে বলেছেন , এবছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী । এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের বাংলাদেশসফর অবশ্যই দু'দেশের সম্পর্ক ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে । তিনি আবারও ঘোষণা করেছেন , বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করতে থাকবে , চীনের জাতীয় গণ কংগ্রেসে গৃহীত "রাষ্ট্রবিভক্তি বিরোধী আইন"কে সমর্থন করে এবং চীনের রাষ্ট্রীয় একীকরণের যথাশীঘ্র সম্ভব বাস্তবায়ন কামনা করে ।

    ওয়েন চিযা পাও বলেছেন , চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন যেমন দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তেমনি অঞ্চলের শান্তি ও উন্নয়নেরও অনুকূল । চীনপক্ষ তার শিল্পপ্রতিষ্ঠানের বাংলাদেশে অর্থবিনিয়োগ করে কারখানা প্রতিষ্ঠাকে সমর্থন করে এবং বাংলাদেশকে তার নাগরিকদের পর্যটনের গন্তব্যস্থল-রাষ্ট্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ।

    বৈঠককালে দু'দেশের দুই প্রধানমন্ত্রী এবছরকে "চীন ও বাংলাদেশের মৈত্রী বর্ষ" করার সিদ্ধান্ত নিয়েছেন ।

    বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার , অর্থনৈতিক প্রযুক্তি ও কৃষি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা দলিলের স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ।

    ৩: মূল ভুভাগে জিয়াং পিন খুনের সফল সফর

    চীনের মূল ভুভাগে পাঁচদিনের সফর শেষ করে চীনের কুওমিনটাং পার্টির ভাইস চেয়ারম্যান জিয়াং পিন খুন ১ এপ্রিল সন্ধ্যায় তাইওয়ানের তাইপেইশহরে ফিরে সাংবাদিকদের বলেছেন , মূল ভুভাগে তাঁর সফর সফল হয়েছে ।

    তাইপেইয়ের তাওইয়ান বিমান বন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন , তিনি ও তাঁর প্রতিনিধি দলের সদস্যরা কুওমিনটাং পার্টির প্রতিষ্ঠাতা সান ইয়াত সিয়ানের সমাধিস্থলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । আর তিনি কুয়াংচৌ, নানচিং ও পেইচিংয়ে তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছেন এবং তাঁদের দাবিদাওয়া মূল ভুভাগের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন । চীনের চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয় তাঁদের দাবিদাওয়া বিবেচনা করে উত্তর দিয়েছে। দুপক্ষের মতৌক্য দুপারের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে ।

    ভাইস চেয়ারম্যান জিয়াং পিন খুন উত্সাহের সঙ্গে বলেছেন , দুপারের সম্পর্ক যাতে ক্রমশই সুষম হয়ে উঠে তার জন্য তাঁর সফর দুপারের মধ্যে আদানপ্রদানের এক চমত্কার সেতু নির্মান করেছে ।

     তিনি আরো বলেছেন ,কুওমিনটাং পার্টির চেয়ারম্যান লিয়ান জান উপযুক্ত সময়ে মূল ভুভাগ সফর করবেন

    ৪: চীনে " সবুজ চীন ওলিম্পিক গেমসের স্বাগতম তত্পরতা আনুষ্ঠানিকভাবে শুরু

    চীনের পিপলস ডেইলি পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই এপ্রিল প্রথম" সবুজ চীন ওলিম্পিক গেমস স্বাগত জানায়" শিরোনামে পরিবেশ সংরক্ষণ কল্যাণ তত্পরতা শুরু হয়েছে।এই তত্পরতায় সাড়া দিতে চীনের বিভিন্ন জায়গার ১০ লক্ষ পরিবেশ সংরক্ষণ স্বেচ্ছাসেবক একই সময়ে বৃক্ষ রোপন সহ নানা ধরনের তত্পরতা চালিয়েছেন।

    জানা গেছে, " সবুজ ওলিম্পিক" হচ্ছে ২০০৮ সালের ওলিম্পিক গেমসের তিনটি বড় মর্মের অন্যতম।চীনের সমাজে ওলিম্পিক মর্ম যাতে সবুজ পরিবেশ সংরক্ষণের মর্মের সঙ্গে মিশে যায় সেই উদ্দেশে চীনের পরিবেশ ও সংস্কৃতি তরান্বিত সোসাইটির উদ্যোগে দেশজুড়ে " সবুজ চীন ওলিম্পিক গেমসের স্বাগতম" তত্পরতা পালিত হয়েছে।উল্লেখ্য পেইচিং ২০০৮-এর ওলিম্পিক গেমস উদ্বোধনের আগে প্রত্যেক বছর এক বার করে এই তত্পরতা অনুষ্ঠিত হবে।

    ৫: ভারত পাকিস্তানের সঙ্গে পরামর্শ করতে ইচ্ছুক

    মরিশাসে সফররত ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ১ এপ্রিল লুইস পোতাশ্রয়ে বলেছেন, ভারত পাকিস্তানের সঙ্গে পরামর্শ চালাতে সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট মুশারাফের সঙ্গে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রতিযোগিতা দেখার সময় বৈঠক করবেন।

    সিং একইদিনে সাংবাদিকদের বলেছেন, ভারত পাকিস্তানের সঙ্গে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ভারত যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা ভয় পায় না। তিনি আরো বলেছেন যে , ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল পর্যন্ত বাসরুট আগামী ৭ এপ্রিল উদ্বোধনীর দিন ভারত সরকার যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।

    ৬: নেপালের কংগেস পার্টির প্রেসিডেন্ট মুক্তিলাভ করেছেন

    নেপালের কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ,সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালা দুই মাস গৃহবন্দী থাকার পর এক এপ্রিল বিকালে মুক্তিলাভ করেছেন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯০ সালের "পাবলিক নিরাপত্তা আইন" অনুযায়ী , সারা দেশের বিভিন্ন স্থানে যাদেরকে গৃহবন্দী করা হয়েছিলো তাদের মধ্য থেকে ২৫৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

    এক ফেব্রুয়ারী নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব শের বাহাদুর দেউপা সরকারকে বরখাস্ত করা এবং সারা দেশে জরুরী ব্যবস্থা ঘোষণা করার পর কোইরালা সহ অন্যান্যদের গৃহবন্দী করা হয়েছিলো।

    ৭: "পারমাণবিক সন্ত্রাস রোধ সংক্রান্ত আন্তর্জাতিক খসড়া চুক্তি" গৃহীত

    জাতি সংঘ সাধারণ পরিষদের আন্তর্জাতিক সন্ত্রাস দমন বিশেষ কমিটিতে গত পয়লা এপ্রিল "পারমাণবিক সন্ত্রাস রোধ আন্তর্জাতিক খসড়া চুক্তি" গৃহীত হয়েছে।

    এই খসড়া চুক্তি অনুসারে, জাতি সংঘ পারমাণবিক সন্ত্রাসী তত্পরতার প্রকৃতিস্পষ্টভাবে নির্ধার করবে এবং সদস্য রাষ্ট্রসমূহের প্রতি পারমাণবিক সন্ত্রাসী তত্পরতা দমনের জন্যে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

    জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান এই খসড়া চুক্তি অনুমোদন স্বাগত জানিয়েছেন।তিনি বলেছেন, এই খসড়া চুক্তি গৃহীত হওয়ার ফলে সন্ত্রাসবাদীদের অস্ত্র অর্জনের পদ্ধতি প্রতিরোধিত হয়েছে ।যাতে বিশ্বের নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা করা যাবে।

    মহা সচিব কোফি আন্নান বলেছেন, এই খসড়া চুক্তি গৃহীত হওয়ার ফলে আন্তর্জাতিক সন্ত্রাস দমনের উদ্যোগে লক্ষ্যনীয় অগ্রগতি অর্জিত হয়েছে।বিশ্বব্যাপী একটি সার্বিক সন্ত্রাস দমণ চুক্তি যাতে তাড়াতাড়ি প্রণীত হয় সেই জন্যে তিনি বিভিন্ন পক্ষের প্রতি আরো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

    ৮: আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের ১১২তম সম্মেলন ফিলিপাইনে উদ্বোধন

    আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের ১১২তম সম্মেলন ৩ এপ্রিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় উদ্বোধন হয়েছে।

    জানা গেছে, এবারের পাঁচ দিনব্যাপী সম্মেলনের প্রধান প্রধান আলোচ্য বিষয় হচ্ছেঃ যুদ্ধ অপরাধ, মানবজাতি বিরোধী অপরাধ ও সন্ত্রাসবাদ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে রায় দেয়া ও দণ্ড নির্ধারণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইডস রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং এইডস রোগ প্রতিকারের সময়ে মানবাধিকার সুনিশ্চিত করার আহ্বান জানানো আর ঋণ সমস্যা সমাধান করা ও সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্য বাস্তবায়িত করার জন্য নতুন আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক ব্যবস্থা খুঁজে বের করা ইত্যাদি।

    জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান সম্মেলনের কাছে অভিনন্দন বাণি পাঠিয়েছেন। আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের চেয়ারম্যান সের্গিও পায়েজ ভের্দুগো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোয়ো আলাদা আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইসচেয়ারম্যান হান ছি দের নেতৃত্বে পরিচালিত চীনের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে। হান ছি দে ভাষণ দেবেন।

    ৯: সুদান জাতি সংঘের ১৫৯৩ নং প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

    ৩ তারিখে সুদান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে , সম্প্রতি জাতি সংঘের নিরাপত্তা পরিষদে যে ১৫৯৩ নং প্রস্তাব গৃহিত হয়েছে সুদান তা প্রত্যাখ্যান করে ।

    মার্চ মাসের ৩১ তারিখে জাতি সংঘের নিরাপত্তা পরিষদ ১৫৯৩ নং প্রস্তাব গৃহিত হয়েছে । প্রস্তাবে সুদানের দার্ফুর অঞ্চলে যুদ্ধ অপরাধ এবং মানবজাতি বিরোধী অপরাধ করা সন্দেহভাজন ব্যক্তিকে আন্তর্জাতিক ফৌজদারী আদালতে বিচারের জন্য হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

    সুদানের মন্ত্রীসভা ৩ তারিখে এই প্রস্তাবের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করে বলেছে , জাতি সংঘের নিরাপত্তা পরিষদের ১৫৯৩ নং প্রস্তাবের ন্যায় ভিত্তির অভাব , তা সুদানের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ করেছে এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য সুদান সরকার যে সব প্রয়াস চালিয়েছে এই প্রস্তাবও তা উপেক্ষা করেছে ।

    অন্য খবরে জানা গেছে , মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল গেইত একইদিন কাইরোতে বলেছেন , সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত আফ্রিকার ৫টি দেশের শীর্ষ সম্মেলন আগামী ২০ তারিখে মিসরের শার্ম এল-শেইখে আয়োজিত হবে , যাতে দার্ফর সংকটের আরও অবনতি রোধ করার উপায় এবং আফ্রিকান ইউনিয়নের কাঠামোতে সুদানের বিভিন্ন পক্ষের গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করা যায় ।

    ১০: সিরিয়া ও লেবাননের যৌথ সামরিক কমিশনের সিরীয় সৈন্য প্রত্যাহারের সময়সূচি প্রকাশ

    সিরিয়া ও লেবাননের যৌথ সামরিক কমিশন ৪ তারিখে এক বিবৃতিতে লেবাননে মোতায়েন সিরীয় সৈন্যদের দ্বিতীয় দফা প্রত্যাহারের সময়সূচী প্রকাশ করেছে ।

    বিবৃতিতে বলা হয়েছে , লেবাননে মোতায়েন সিরীয় সৈন্য এই মাসের ৭ তারিখে বেকা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার পরিকল্পনা বাস্তবায়ন করবে । এই মাসের ৩০ তারিখে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ হবে । বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে , সিরিয়া ও লেবাননের সামরিক কর্তৃ-পক্ষ সার্বিক সহযোগিতা ও সমন্বয় করবে , যাতে দু'দেশের বিশেষ সম্পর্ক জোরদার হতে পারে ।

    সিরিয়ার প্রধান মন্ত্রী মোহাম্মেদ নাজি ওট্রি ৪ তারিখে দামাস্কাসে বলেছেন , সিরিয়া ও লেবাননের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অব্যাহত উন্নয়নের ওপর সিরিয়া গুরুত্ব দেয় । লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার দু'দেশের ঘনিষ্ঠ সহযোগিতার ওপর কোনো প্রভাব ফেলবে না ।

    একই দিন , জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ও মার্কিন প্রেসিডেন্ট বুশ আলাদা আলাদভাবে বিবৃতিতে সিরিয়া যে এই মাসের শেষ দিকে লেবানন থেকে যাবতীয় সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ।

    ১১: ইরাকের দু'টি রাজনৈতিক দল প্রেসিডেন্ট কমিশনের পদপ্রার্থী সমস্যায় মতৈক্যে পৌঁচ্ছে

    ইরাকের অন্তর্বর্তিকালীন সংসদের দু'টি রাজনৈতিক দল শিয়া সম্প্রদায় "ইরাকের ঐক্যবদ্ধ ইউনিয়ন" এবং কুর্দিশস্তানের দেশপ্রেম ইউনিয়ন ৫ই এপ্রিল প্রেসিডেন্ট কমিশনের পদপ্রার্থী সমস্যায় মতৈক্যে পৌঁচ্ছে।

    ইরাকের অন্তর্বর্তিকালীন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা একইদিন সংবাদমাধ্যমের কাছে বলেছেন, দু'টি রাজনৈতিক দল ইউনিয়নের অর্জিত চুক্তি অনুযায়ী কুর্দিশস্তানের দেশপ্রেম ইউনিয়নের নেতা জালাল টালাবানি প্রেসিডেন্টের মনোনয়ন অর্জন করেছেন। সুন্নী সম্প্রদায়ের নেতা, সাবেক ইরাকের অন্তর্বর্তিকালীন সরকারের প্রেসিডেন্ট ইয়াভার এবং শিয়া সম্প্রদায়ের ইরাকের ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ কমিশনের নেতা অন্তর্বর্তিকালীন সরকারের অর্থমন্ত্রী আদেল আবদুল মাহদি আলাদা আলাদা ভাবে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

    জানা গেছে, ইরাকের অন্তর্বর্তিকালীন জাতীয় সংসদ ৬ই এপ্রিল প্রেসিডেন্ট কমিশনের ৩ জন পদপ্রার্থী নিয়ে ভোটদান আয়োজন করবে।