v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-08 21:05:09    
অষ্টম ওলিম্পিক গেমস

cri
    অষ্টম ওলিম্পিক গেমস ১৯২৪ সালের ৩ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসেঅনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের প্যারিস ছাড়াও নেদারল্যান্ডসের আমস্টারডাম ,স্পেনের বার্সেলোনা,যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, চেকস্লোভাকিয়ার প্রাগ এবং ইতালির রোম এইদফা ওলিম্পিক গেমসের উদ্যোক্তা হবার প্রচেষ্টা চালিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে এই মহাক্রীড়া আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশী ছিল।কিন্তু ওলিম্পিক গেমসের ত্রিশতম বার্ষিকী উদযাপন করা এবং কোবেইডানের প্রস্তাব বিবেচনা করার জন্য আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি ১৯২১ সালে লোজানে সিদ্ধান্ত নিয়েছে যে অষ্টম ওলিম্পিক গেমস প্যারিসে আয়োজিত হবে এবং ১৯২৮ সালের নবম ওলিম্পিক গেমস আমস্টারডামে অনুষ্ঠিত হবে।তাই প্যারিস প্রথম পুনর্বার ওলিম্পিক গেমসের উদ্যোক্তা শহরে পরিণত হয়।

    ৪৪টি দেশ আর অঞ্চলের ৩০৭৫জন খেলোয়াড় সেবারকার গেমসে অংশ নিয়েছেন। তাদের মধ্যে নারী খেলোয়াড় ১৩৬জন। আয়ারল্যান্ড, পোল্যান্ড,রোমানিয়া, ফিলিপাইন,মেক্সিকো,উরুগুয়ে এবং একুয়েডর প্রথম ওলিম্পিক গেমসে অংশ নিয়েছে। জার্মানী যোগদানের সুযোগ হারিয়েছে।

    সেবারকার ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ৫ই জুলাই শুরু হয়েছে। কিন্তু কিছু কিছু প্রতিযোগিতার ইভেন্টের প্রতিযোগিতা ৩রা মে শুরু হয়।

    সেবারকার ওলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতায় ২২টি দল অংশ নিয়েছে। এর আগে এত বেশী দেশ অংশ নেয় নি।উরুগুয়ে প্রথমবার ফুটবল দল পাঠিয়েছে এবং চমত্কার ক্রীড়া নৈপুন্য দেখিয়েছে।বাছাই পর্বের প্রতিযোগিতায় সে ৭-০ গোলে ইউরোপের য়ুগুস্লাভিয়া দলকে পরাজিত করেছে। চূড়ান্ত খেলায় সে ৩-০ গোলে সুইজার্ল্যান্ড দলকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেছে।

    টেনিস প্রতিযোগিতায় চীন দলের শুধু ৩ জন অংশ নিয়েছেন।তাঁরা অষ্ট্রেলিয়ায় ডেভিস কাপ টেনিস প্রতিযোগিতায় যোগদান করার পর , নিজেরাই অষ্টম ওলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। তাঁরা বাছাই পর্বের প্রতিযোগিতায় বিদায় নিয়েছেন। কিন্তু এটা কোনো চীনা নাগরিকের স্ব-উদ্যোগে প্রথম ওলিম্পিক গেমসে যোগদান।

    ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার সময় আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি ২৩তম অধিবেশনে নারীদের ওলিম্পিক গেমসে অংশ নেয়ার প্রস্তাব আনুষ্ঠানিক গ্রহণ করা হয়েছে।এটা নারী ক্রিড়া উন্নয়ন এবং নারীদের সার্বিক ওলিম্পিক গেমসে অংশ নেয়ার বিকাশে গুরুত্বপূর্ণ ,ইতিবাচক এবং গভীর ঐতিহাসিক ভুমিকা পালন করেছে ।

    মোট কথা, প্যারিস ওলিম্পিক গেমস সাফল্যমন্ডিত হয়েছে।এর আগেকার প্যারিস ওলিম্পিক গেমসের খারাপ ভাবমূর্তি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।