নেপালের সামরিক পক্ষের মুখপাত্র ৮ তারিখে বলেছেন , সেদিন সকালে মধ্য-পশ্চিমাঞ্চলে নেপালের সরকার-বিরোধী সশস্ত্র সংস্থার একটি আক্রমণ সরকারী বাহিনী হটিয়ে দিয়েছে ।
মুখপাত্র বলেছেন , ৭ তারিখ সন্ধ্যায় নেপালের রাজধানী কাটমত্তুর পশ্চিম দিকের ৫০০ কিলোমিটার দূরের রুকুম অঞ্চলে সরকার-বিরোধী সশস্ত্র সংস্থা আক্রমণ চালিয়েছে , সরকারী বাহিনী অচিরেই পাল্টা আক্রমণ চালিয়েছে । এক রাত স্থায়ী সংঘর্ষে সরকারী বাহিনীর গুলিতে মোট ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে , আর ৯ জন সরকারী সৈন্যও আহত হয়েছে ।
|