৭তারিখে মেক্সিকোর সংসদ ভোটের মাধ্যমে মেক্সিকো শহরের মেয়র আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাডোরের আইনগত ইনডেমনিটি সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে , ভোটের মাধ্যমে সংসদে সিদ্ধান্ত গৃহিত হওয়ার পর লোপেজকে আদালতে পাঠানো হবে । মেক্সিকোর সংবিধান অনুযায়ী আইন লংঘনকারী ব্যক্তি সরকারী অফিসের কোনো দায়িত্ব পালন করতে পারেন না । তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হলে লোপেজ রাজধানীর মেয়রের মর্যাদা হারাবেন এবং আইনের বিচারের সম্মুখীন হবেন । তাছাড়া তার আগামী বছরের প্রসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহনের অধিকার বাতিল করা হবে ।
মেক্সিকোর সর্বোচ্চ অভিশংসক সংস্থা মনে করে যে , লোপেজ কয়েক বছর আগে এক ভূমি-মামলায় ক্ষমতা অপব্যবহার করেছেন বলে অভিযুক্ত , কিন্তু তিনি অভিযোগটি অস্বীকার করেছেন । ৭ তারিখ সকালে লোপেজ আনুষ্ঠানিকভাবে আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষনা করেছেন । বর্তমানে লোপেজের সমর্থন-হার পুরোভাগে রয়েছে ।
|