চলতি বছর থেকে চীনে সুপার ধান চাষের পরিমান বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর চীনে সুপার ধান চাষের জমির আয়তন হবে ৪ মিলিয়ন বর্গকিলোমিটার। এতে ধানের মোট উত্পাদন পরিমান বাড়বে ৬.৫ বিলিয়ন কিলোগ্রাম ।
৮ এপ্রিলের "পিপলস ডেলি" -র প্রকাশিত খবরে জানা গেছে, চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল এর মধ্যে, সুপার ধান চাষের আয়তন ৮ বিলিয়ন বর্গকিলোমিটারে দাঁড়াবে। এটি সারা দেশের ধান চাষের জমির মোট আয়তনের ৩০ শতাংশ।
চীনের সুপার ধানের উন্নয়ন বরাবরই পৃথিবীর প্রথম স্থানে রয়েছে। বর্তমানে চীনে প্রায় বিশ রকমের সুপার ধান চাষ হয়।
|