৭ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৯৫ নং প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যা ঘটনার সার্বিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুজায়ী বলা হয়েছে তদন্ত কমিটির উচিত হবে প্রস্তাব গৃহীত হওয়ার পর তিন মাসের মধ্যে তদন্ত শেষ করা, এবং তদন্ত রিপোর্ট নিরাপত্তা পরিষদে জমা দেওয়া।
১৫৯৫ নং প্রস্তাব গৃহীত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রিচাড বৌছার আন্তর্জাতিক সমাজের প্রতি এই প্রস্তাব সমর্থন করা ও হারিরি হত্যা তদন্তের সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।
|