v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-08 10:50:12    
ওয়াং চিয়ে এবং তাঁর গান

cri
    আজকের অনুষ্ঠানে আমি ওয়াং চিয়ে নামক একজন গায়ককে আপনাদের জন্যে পরিচিত করতে চাই। কিছু দিন আগে তাইওয়ানের গায়ক উয়ান চেই তাঁর একটি নতুন CD প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে উয়ান চেইয়ের গানের মাধ্যমে তাঁর হৃদয়ের উপলব্ধি বর্ণনা করার চেষ্টা করবো।

    ১৯৮৭ সালে উয়ান চেই নিজের প্রথম CD প্রকাশের পর, তাঁর বিশেষ ব্যক্তিত্ব, তাঁর চোখের ঔজ্জ্বল্য অসংখ্য দর্শক-শ্রোতার মনে গভীর ছাপ ফেলেছে।গত সতেরো বছর ওয়াং চিয়ে বিবাহের ব্যর্থতা, পেশাগদ বাধা এবং গাড়ি প্রতিযোগিতায় শারীরিক আঘাত ইত্যাদি করুণ অভিজ্ঞতা লাভ করেছেন। কিন্তু এ সবই উয়ান চেইয়ের চোখে জীবনের স্বাভাবিক ঘটনা।

    এখন আমরা একসংগে ওয়ান চিয়ের গান ( আবহাওয়া নেই ) নামক একটি গান শুনবো। গানের কথা হলো:

    শুধু আমার ছায়া আমার পাশে থাকে,

    নীরবে, হাওয়ার আন্দোলনে আমি মদ পান করছি।

    ওয়ান চিয়ে বিয়ে-বিচ্ছেদের পর, কন্যার সংগে দিন কাটান। কন্যার সামনে ওয়ান চিয়ে হচ্ছেন একজন সুশীল বাবা। কন্যা দিনে দিনে বড় হচ্ছেদেখে ওয়ান চিয়ের মনে অনেক ভাবনা-চিন্তাআছে। তিনি খুববেশী কথা বলতে পছন্দ করেন না। তাই তিনি শুধু গানের মাধ্যমে একজন বাবা হিসেবে নিজের হৃদয়ের ভাবনা গেয়েছেন। এই গানের নাম হচ্ছে ( নীরব ভালোবাসা) এই গানের প্রাথমিক আলাপে শিশুদের উচ্ছ্বলহাসি এবং ওয়ান চিয়ের মনের কথা মিশে আছে। শুনে হৃদয়ে কোমল প্রশান্তি অনুভূত হয়।

    এখন আমি এই CD র মধ্যে একমাত্র পিয়ানো সংগীত আপনাদের সংগে পরিচিত করবো। এই পিয়ানো ওয়ান চিয়ে বাজিয়েছেন।এই পিয়ানো সংগীতে আপনারা বিভিন্ন আশ্চর্য শব্দ শুনতে পারেন। যেমন, পদধ্বনি,কুকুরের গর্জন, বৃষ্টির টুপটুপ ধ্বনি ইত্যাদি। উয়ান চেই বলেছেন, তাঁর বাড়ি সমুদ্রের তীরে । রাতের বেলা খুব শান্ত। একদিন তিনি হেঁটে বেড়ানোর সময় কুকুরের গর্জন শুনলেন, তাই তিনি রেকর্ডিং করে পিয়ানো নিয়ে সংগীত রচনা শুরু করলেন। আচ্ছা, এখন আমরা একসংগে এই সংগীত শুনবো।

    আজকের অনুষ্ঠান শেষ হবার আগে আমি (একা নয়) নামক একটি গান পরিচিত করতে চাই। এই গান প্রেমের সংগে জড়িত নয়।এই গানে বড় হওয়ার সময় যুবক-যবতীদের প্রতি মনের পরিবর্তন প্রক্রিয়া বর্ণনা হয়েছে। এই গান উয়ান চেন যুবক -যুবতীদের প্রতি ওয়াং চিয়ের প্রযত্ন প্রতিফলিত হয়েছে।তিনি বলেছেন, তিনি গানের মাধ্যমে যুবক-যুবতীদের সাহস যুগিয়েছেন। আপন স্বপ্ন বজায় রাখলে নিশ্চয় একা থাকতে হবে না।