৭ তারিখে লেবাননে মোতায়েন সিরীয় বাহিনীর সর্বশেষ দফা সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে, ফলে লেবাননে ২৯ বছর স্থায়ী সিরীয় সামরিক উপস্থিতির অবসান ঘটবে।
জানা গেছে, এই দিন সিরিয়ার বাহিনী বেকা উপত্যকায় তার একটি গোলন্দাজ বাহিনীর অবস্থান ও একটি বিমানবিধ্বংসী বাহিনীর ঘাঁটি সরিয়ে নিয়েছে ।
সিরিয়ার প্রতিশ্রুতি ছিল এ মাস শেষ হবার আগে লেবানন থেকে সিরিয়ার সকল সৈন্য ও গোয়েন্দা ব্যক্তিকে সরিয়ে নেয়া হবে । বর্তমানে লেবাননে সিরীয় সৈন্যদের সংখ্যা ৮০০০ । প্রধানত বেকা উপত্যকায় সমাবেশিত থাকে।
|