v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-06 21:45:38    
চীনের হান জাতির বিয়ের রীতিনীতি

cri

    চীনের হানজাতির বিয়ের রূপের উপর সামন্ত তান্কত্রি ঐতিহ্যের বেশ বিরাট প্রভাব পরিলক্ষিত হয় । চীনের প্রাচীকালের বিবাহ অনুষ্ঠানের ছয়টি প্রক্রিয়া ছিল ।

    এক , কণেপক্ষ বরপক্ষের পাঠানো উপহার গ্রহণ করার মানে , বরপক্ষ কণেপক্ষকে পছন্দ করেছে । দুই , বরপক্ষ কণেপক্ষের কাছে বিয়ের প্রস্তাব উত্থাপন করার পর কণেপক্ষের নাম এবং জন্মের সাল , মাস ও তারিখ জিজ্ঞাসা করা । তিন , একটি শুভ দিন বেছে এক ধরণের সহজ অনুষ্ঠানের আয়োজন করা । এতে প্রমানিত হয় যে , বর এবং কণে দুপক্ষই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে । চার , বরের পক্ষ থেকে কণেপক্ষকে বিয়ের সময়ে ব্যবহার্য কিছু   জিনিসপত্র পাঠানো । পাঁচ , একটি শুভদিন বেছে বরপক্ষের বধুবরণের প্রস্তুতি নেয়া । ছয় , বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা । শত শত বছর ধরে বিচিত্র বিয়ে অনুষ্ঠান গড়ে উঠেছে । নব্বধূকে বয়ে আনার বাহনও বিভিন্ন যুগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ।

    সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে হানজাতির বিয়ে অনুষ্ঠানেরও পরিবর্তন ঘটছে । এখন ১৯৮৯ সালে নয়াচীন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চীনাদের বিয়ে অনুষ্ঠানের পরিবর্তন লক্ষ্য করা যাক :

    গত শতাব্দীর পঞ্চাশের দশক ছিল চীনের অর্থনৈতিক নির্মান জোরদার করার সময়পর্ব । তখনকার যুবক যুবতীরা উত্সাহের সঙ্গে নয়াচীনের নির্মাণে ঝাঁপিয়ে পড়েছিলেন । তারা সামন্ততান্ত্রিক চিন্তাধারার গন্ডি ত্যাগ করে ঐতিহ্যিক বিয়ের রূপ আর তেমন মেনে চলেন নি । তাছাড়া , তখন জনগণের জীবনযাত্রা তেমন সচছল ছিল না । তাই বিয়ের অনুষ্ঠান সাধারণ ছিল । বাসরঘর সাজানোও অপেক্ষাকৃত সহজ সরল । আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কয়েকটা মিষ্টি খাইয়েই জীবনের গরুত্বপূর্ণ বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হতো ।

    গত শতাব্দীর সত্তরের দশকে চীনাদের বিয়ে অনুষ্ঠান পঞ।চাশের দশক থেকে আলাদা হয়েছে । অনুষ্ঠানেও নতুন বৈচিত্র্য দেখা দিয়েছে ।কোনো কোনো বর সাইকেল , কেউ আবার ট্রাকটর এবং কেইবা দেশে তৈরী মোটরগাড়ী চালিয়ে নব্বধূকে নিয়ে আসেন । আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া বরকণের বেশীর ভাগ উপহার হলো তোয়ালে , থার্মোস প্রভৃতি নিত্য-ব্যবহার্য সামগ্রি । অনুষ্ঠানে বরকণে অভিন্নদন জানাতে আসা অতিথিদের মিষ্টি উপহার দেন , সিগারেটে আগুন ধরিয়ে দেন ও মদ পান করান । অতিথিরাও সুন্দর সুন্দর কথা বলে বরকণের আজীবন সুখী জীবন কামনা করেন ।

    চীনে সংস্কার ও উন্মুক্ত নীতির কল্যাণে জনগণ সচছল জীবনযাপন করতে পেরেছেন । আর রাষ্ট্রের দ্বার উন্মুক্ত হওয়ার পর বিদেশের কিছু আধুনিক ও প্রগতিশীল চিন্তাধারা চীনাদের বিয়ে অনুষ্ঠানকে প্রভাবিত করতে শুরু করেছে । এখন চীনের তরুণতরুণীরা বিয়ের সময়ে বিয়ের সুন্দর পোশাক পরে ফটো তুলতে খুবই পছন্দ করেন । কোনো কোনো প্রেমিক-প্রেমিকা পাদ্রীকে আমন্ত্রণ জানিয়ে দামী সাদা পোশাক পরে গির্জায় গিয়েও বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ।

নতুন শতাব্দীতে প্রবেশের পর চীনাদের বিয়ে অনুষ্ঠান আরো বৈচিত্র্যময় হয়ে উঠেছে । নতুন ও পুরোনো শতাব্দীর সন্ধিক্ষণে অনেকে জোট বেঁধে বিয়ে অনুষ্ঠান করার পদ্ধতি বেছে নিয়েছেন । গত দুই বছরে চীনের তরুণতরুণীরা আর বিপুল অর্থ ব্যয় করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন না । কিছু মিষ্টি ও ফলমূল কিনে আত্মীয়দের খাইয়ে , একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্ধুবান্ধুবদের জানিয়ে বিয়ের সুন্দর সুন্দর পোশাক পরে একটি ফটো তুলীয়েই বিয়ে সম্পন্ন করা হচ্ছে । কিংবা দেশের অভ্যন্তর বা বিদেশের পর্যটন এলাকায় বেড়িয়ে এসেও বিয়ে সম্পন্ন হয় ।