দক্ষিণকোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি তায়ে-সিক ৬ তারিখে সিউলে জাপানী রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে সম্প্রতি জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস বিকৃতকারী পাঠ্যপুস্তক অনুমোদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ।
জাপানে দক্ষিণকোরিয়ার রাষ্ট্রদুতও টোকিওতে তার সরকারের উপরোক্ত মতাধিষ্ঠান জাপ-পক্ষকে অবহিত করেছেন।
জানা গেছে, দক্ষিণ কোরিয়া সরকার ১৮ তারিখে দোক্দো দ্বীপ ও পাঠ্যপুস্তক সমস্যা পরিচালনার জন্য বিশেষ কার্যালয় স্থাপন করবে।
|