৬ তারিখে জাপানের কিছু তথ্যমাধ্যম ও পণ্ডিত প্রবন্ধ প্রকাশ করে মন্তব্য করেছেন, জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন পাঠ্যপুস্তকআগ্রাসী যুদ্ধের উপর সুন্দর প্রলেপ দিয়ে অন্যান্য দেশের ওপর জাপানের আগ্রাসনের ইতিহাস ঢেকে রাখার অপচেষ্টা করেছে ।
আসাহি শিম্বোন পত্রিকা মনে করে: ইতিহাসের পাঠ্যপুস্তকে জাপানের আগ্রাসনের ইতিহাস অদৃশ্য হয়ে যাচ্ছে । আগ্রাসী জাপ-বাহিনীতে প্রমোদবালা পরিসেবার কথা একবারও সরাসরী উল্লেখ করা হয় নি। অথচ ১৯৯৫ সালের পাঠ্যপুস্তকে সেই তথ্য লিপিবদ্ধ ছিল।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতোশি তাঁর প্রবন্ধে লিখেছেন, নতুন ইতিহাসের পাঠ্যপুস্তক ইতিহাসের বাস্তব তথ্যের পরিপন্থী । যেমন জাপানের প্রশান্তমহাসাগরীয যুদ্ধের উদ্দেশ্য প্রসংগে পুস্তকে এশিয় অঞ্চলে জাপানের আধিপত্য স্থাপনের অভিলাষ এড়িয়ে যাওয়া হয়েছে।
|