রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই ইভানোভ ৫ তারিখে তাজিকিস্তানের রাজধানী দুসান্বেতে তথ্য মাধ্যমকে বলেছেন , রাশিয়া ও কিরগিজস্তান হল রণনৈতিক অংশীদার , রাশিয়া কিরগিজস্তানের নতুন নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ।
ইভানোভ বলেছেন , কিরগিজস্তানের নতুন সরকার ঘোষণা করেছে , আগে কিরগিজস্তান যে সব আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে কিরগিজস্তান তা প্রতিপালন করতে থাকবে । এর মধ্যে রয়েছে রাশিয়া কিরগিজস্তান কান্ত বিমানবাহিনী ঘাঁটি স্থাপন চুক্তি । তিনি বলেছেন , স্বাধীন রাষ্ট্র সমূহের কমন ওয়েল্থের নিরাপত্তা চুক্তি সংস্থার সদস্যদেশ হিসেবে কিরগিজস্তানের নতুন সরকার অব্যাহতভাবে ভূমিকা পালন করতে ইচ্ছুক , রাশিয়া তার প্রশংসা করেছে ।
ইভানোভ সেদিন দুসানবে পৌঁছে তার সে দেশে দু'দিনব্যাপী কর্মসফর শুরু করেছেন । তাঁর কিরগিজস্তানে স্বাধীন রাষ্ট্র সমূহের কমন ওয়েল্থের নিরাপত্তা চুক্তি সংস্থার আয়োজিত যৌথ মহড়া পরিদর্শন করার কথা ।
|