বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্রী ফাদেলা ছাইব ৫ তারিখে জেনিভায় অনুষ্ঠিত এক সংবাদসম্মেলনে বলেছেন, মারবার্গ রোগের প্রকোপ এংগোলায় বিস্তার লাভ করছে ।
তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেদেশে ১৬৩ ব্যক্তিকে মারবার্গ রোগী বলে শনাক্ত করেছে, অন্য শতাধিক লোককে পরীক্ষা করে দেখতে হবে এই রোগে আক্রান্ত হয়েছে কিনা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এংগোলাকে আর্থিক সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছে ।
জানা গেছে ৫ তারিখ নাগাদ এংগোলায় অন্তত ১৫৬ জন মারবার্গ রোগে মারা গেছে , এই রোগে মৃতদের সংখ্যা আরও বাড়ছে ।
|