ইস্রাইলের উপ প্রধানমন্ত্রী শিমোন পেরেস ৫ এপ্রিল বলেছেন, ইস্রাইলের উচিত শান্তির লক্ষ্যবস্তুর দিকে দ্রুত এগিয়ে যাওয়া।
সম্প্রতি ইস্রাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জেরুজালেমের পূর্ব দিকে এবং জর্ডান নদীর পশ্চিম তীরে বসতি এলাকা সম্প্রসারণকে অনুমোদন দেয়ার ব্যাপারে পেরেস বলেছেন, ইস্রাইল সরকারের নেওয়া এই পরিকল্পনা অসংগত।
পেরেস একইদিন বলেছেন, তিনি ওয়াশিংটনে গিয়ে ইস্রাইলের প্রধানমন্ত্রী শ্যারনের উদ্যোগে নেওয়া এই একতরফা কার্যক্রমের বিরুদ্ধে মার্কিন সরকারের সহযোগিতা এবং সাহায্য চাইবেন।
আরেক খবরে জানা গেছে, মিশরে সফররত চীনের মধ্য-প্রাচ্য সমস্যা বিষয়ক বিশেষ দূত ওয়াং শি চেই ৫ এপ্রিল কায়রোতে এক বিবৃতিতে ফিলিস্তিন এবং ইস্রাইলের উদ্দেশ্যে এ বছরের ফেব্রুয়ারীতে শারম এল-শেইখে অনুষ্ঠিত মধ্য-প্রাচ্য ৪টি পক্ষের শীর্ষসম্মেলনে অর্জিত মতৈক্য সত্যিকারভাবে পালনের আহবান জানিয়েছেন। যাতে ফিলিস্তিন এবং ইস্রাইলের শান্তিপূর্ণ বৈঠক পুনরুদ্ধারের জন্য উত্তম পরিবেশ সৃষ্টি করা যায়।
|