ফ্রান্সে সফররত ইরানের প্রেসিডেন্ট হাতামি ৫ এপ্রিল পেরিসে বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কে আলোচনা ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। তিনি আশা করেন ২৯ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠিতব্য নতুন দফা আলোচনায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হবে।
হাতামি ৫ এপ্রিল ফ্রান্সে একদিনে সফর করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট জেক শিরাকের সঙ্গে বৈঠকের পর হাতামি সংবাদ সংস্থাগুলোকে বলেছেন, ইরান ইতিমধ্যে পারমাণবিক সমস্যা সমাধানের একগুচ্ছ পরিকল্পনা স্থাপন করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ফ্রান্সের সক্রিয় প্রতিক্রিয়া পেয়েছে।
শিরাক সংলাপের মাধ্যমে শান্তি পদ্ধতিতে ইরান পারমাণবিক সমস্যা সমাধানের ই ইউ-র আশা আবার ঘোষণা করেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মিশেল বার্নির একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজির সঙ্গে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে বৈঠক করেছেন।
|