আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে আমি খুব পছন্দ করা একটি প্রস্তুতি নেই। তা হলো, চীনের গায়িক লিউ রুও ইংয়ের গাওয়া জীবন বড় একা নামক একটি গান।
গানের কথা হলো:
আমি জানি একাকী কাটাবো,
এজীবন ওই নীল নীল আকশ দেখে ভয় লাগে
গাহিনির ফল যত ভালো আমার মনের কষ্ট ততই বাড়ছে।
কারণ, আমি বরাবরই একা একা।
এখন একাকী জীবন কাটানো আমার ভয়ে গেছে।
প্রতিদিন আমি হাসি-খুশী কাটাই।
হ্যাঁ, আমি মনে করি, আমাদের জীবনে অনেক অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, কিছু কিছু সময়ে আমার পাশে কোনো স্বজন বা বন্ধু নেই, সেই সময় আমাদের একাই সমস্যা মোকাবেলা করতে হয়,তাই আমি মনে করি, আমাদের আরো শক্ত হতে হয়। কষ্টের মুখে অমিত প্রত্যয় আর সাহস দিয়ে তা মোকাবেলা করতে হয়।
|