v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-05 20:32:52    
চীনের বিখ্যাত টেলিভিশন নাটক পরিচালক ইং তা

cri
    চীনে ইং তার নাম সবাই জানেন । এ বছর ইং তার বয়স ৪৪ বছর , তিনি পেইচিংয়ের নাগরিক । ইং তার দাদা চীনের বিখ্যাত পন্ডিত , বাবা ইং রো ছেন চীনের একজন বিখ্যাত অভিনেতা , পরিবারের ঘন সাংস্কৃতিক পরিবেশে ইং তা ও তার দুই ভাই বড় হয়েছেন । ছোট বেলা থেকেই তিন ভাই শিল্পকলা ও সাহিত্য পছন্দ করেন , বড় হওয়ার পর তিন ভাইই চীনের নামকরা পরিচালক ও অভিনেতা হয়েছেন । ইং তা মনে করেন , তার জীবনে বাবার প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ । তিনি বলেছেন , আমার বাবা মনে করেন অভিনেতা হওয়া আমার পক্ষে উপযুক্ত নয় । কারণ অভিনয় অনেকাংশে শিল্পীর প্রতিভার উপর নির্ভর করে । বাবা মনে করেন অভিনয়ে আমার প্রতিভা কম , কাজেই তিনি আমাকে পরিচালক হতে উত্সাহ দেন ।

    ১৯৮৩ সালে ইং তা রাজধানী পেইচিংয়ের বিখ্যাত পেইচিং বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে পড়াশুনা শেষ করে চীনের কেন্দ্রীয় অপেরা ইন্সটিটিউটের পরিচালক বিভাগের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন । কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সময় তার দৃষ্টিশক্তি দুর্বল বলে তিনি এই ইন্সটিটিউটে ভর্তি হতে পারেন নি । সেই বছর ইং তা যুক্ত রাষ্ট্রের মিশুরী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন , ১৯৮৭ সালে ইং তা মিসৌরী বিশ্ববিদ্যালয়ের অপেরা বিভাগ থেকে স্নাতক হন এবং দেশে ফিরে আসেন।

    ইং তার অভিনয় জীবন ১৯৮৮ সালে ' শেষ অভিজাত পরিবার ' নামক চলচ্চিত্র তৈরীর সময় শুরু হয় । এই ছায়াছবিতে ইং তা একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন , অভিনয়ের সময় তিনি মাত্র দুটি কথা বলেছেন , কিন্তু তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে । চীনের নামকরা পরিচালক হুয়ান সু ছিন এই ছায়াছবি দেখার সময় ইং তাকে আবিস্কার করে তত্ক্ষনাত তাকে তার পরিচালিত ' ঘেরাও নগর ' নামক সিরিজ টেলিভিশন নাটকে দু' নম্বর অভিনেতা হিসেবে গ্রহনের সিদ্ধান্ত নেন । ১৯৯০ সালে সিরিজ নাটক ' ঘেরাও নগর ' দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে । ইং তা এই নাটকে গত শতাব্দীর ত্রিশের দশকের একজন বুদ্ধিজীবীর চরিত্রে অভিনয় করেছেন , তার অভিনয় দর্শকরা পছন্দ করেন , এই সিরিজ নাটক উপভোগ করার পর ব্যাপক দর্শক ইং তার নাম মনে রেখেছেন । কিন্তু ইং তা এই সিরিজ নাটকে নিজের অভিনয় দেখে এটা উপলব্ধি করতে পেরেছেন যে তিনি অভিনয়ে নিপুন নন , এই ক্ষেত্রে ইং তা আত্মবিশ্বাসী হতে পারেন নি , তাই তিনি শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পরিবর্তে পরিচালক হওয়ার সিদ্ধান্ত নিলেন । তিনি বলেছেন , আমি মনে করি পরিচালকের কাজ আমার পক্ষে উপযুক্ত । আমার মতে অভিনেতা যেন ক্রীড়াজগতের খেলোয়াড় , পরিচালক যেন কোচ , কোচের কাজ আমার পক্ষে বেশী উপযুক্ত ।

    ১৯৯৩ সালে ইং তার পরিচালনায় তৈরী সিরিজ নাটক ' আমি আমার পরিবার ভালোবাসি ' দর্শকদের সমাদর পেয়েছে । এটা একটি কমেডি নাটক , এই নাটকে চীনের এক সাধারণ পরিবারের জীবন বর্ণনা করা হয়েছে। এই পরিবারে দাদা , বাবা মা , নাত্নী , চাচা আর এক অল্পবয়সী কাজের লোক আছে । এই নাটকে এই পরিবারের দৈনন্দিন জীবনের আনন্দ ও দ্বন্দ্বেরবর্ণনার মধ্য দিয়ে চীনা নাগরিকের জীবন , তাদের সুখদুঃখ জীবন্তভাবে প্রতিফলিত হয়েছে । ৪০ পর্বের এই নাটক উপভোগ করার সময় দর্শকরা প্রায়ই হাসেন , কিন্তু তারা আনন্দ বোধ করার সংগে সংগে নাটক থেকে কিছু শিক্ষাও পেয়েছেন । তাই এই সিরিজ নাটক চীনে একাধিকবার প্রচারিত হলেও দর্শকের সংখ্যা কমে না । এই সিরিজ নাটক সম্প্রচারের দ্বিতীয় বছর অর্থাত ১৯৯৪ সালে ইং তা এই নাটকের আরো ৮০ পর্ব পরিচালনা করেন । গত দশ বছর ' আমি আমার পরিবার ভালোবাসি ' নামে সিরিজ নাটক চীনের নাগরিকের এক জনপ্রিয় নাটকে পরিনত হয়েছে , পরিচালক ইং তাও চীনের একজন নামকরা পরিচালকে পরিণত হন । এই সিরিজ নাটক পরিচালনার পর ইং তা আরো কয়েকটি সিরিজ নাটকে পরিচালনার কাজ করেছেন , যেমন ' অবসরপ্রাপ্ত দিদি মা ' ' রেল স্টেশনের বিশ্রাম ঘরের কাহিনী ' ' উত্তর পূর্ব চীনের এক পরিবার ' ' একজন ইন্টারনেট আসক্তের ডাইরী ' ইত্যাদি । এই সব সিরিজ নাটকে ইং তা নাগরিকদের দৈনন্দিন জীবনের এককটি ছোট গল্প মঞ্চস্থ করার মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছেন , তার দর্শকদের বেশীর ভাগই অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ব্যক্তি ও নারী ছিল , এখন যুবসমাজ ও বুদ্ধিজীবীসহ আবালবৃদ্ধবনিতা সবাই ইং তার নাটক দেখতে পছন্দ করেন ।

    চীনের টেলিভিশন কেন্দ্রের অনুষ্ঠানগুলোর মধ্যে 'স্বামী-স্ত্রী থিয়েটার' নামে এক অনুষ্ঠান আছে , ইং তা এই অনুষ্ঠানের উপস্থাপক। বিখ্যাত ব্যক্তির দাম্পত্য জীবন ও তাদের প্রেমের ভিত্তিতে তৈরী এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পছন্দ করেন । ইং তা বলেছেন , এই জনপ্রিয় অনুষ্ঠান পরিবেশন করার সময় আমি প্রেম ও বিয়ে সম্পর্কে দর্শকদের কিছু শিক্ষনীয় জিনিস দিতে চেয়েছি , সব বিখ্যাত ব্যক্তির দাম্পত্য জীবন সুখী নয় , আমি মনোবিজ্ঞানের দৃষ্টিকোন থেকে তাদের জীবনের সমস্যা বিশ্লেষন করার চেষ্টা করেছি এবং রসিকতাপূর্ণ কথাবার্তার মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ হালকা করার চেষ্টা করেছি । আমি এই অনুষ্ঠানে দম্পতির ছাড়াছাড়ি হবার পর অথবা এক পক্ষের মৃত্যুর পর আবার বিয়ে করার সমস্যা , আবার বিয়ের পর অপর পক্ষের ছেলেমেয়ের সংগে সম্পর্ক পরিচালনা প্রভৃতি সমস্যা আলোচনা করেছি , এই ধরনের অনুষ্ঠান দর্শকরা দেখতে পছন্দ করেন । এই অনুষ্ঠান পরিচালনার সংগে সংগে আমি একটা নতুন সিরিজ নাটক তৈরীর প্রস্তুতি নিচ্ছি ।এই সিরিজ নাটকের নাম হচ্ছে ' সন্তান নিয়ে বিয়ে করি ' । ইং তা বলেছেন , আমার একটি পরিকল্পনা আছে , পরিকল্পনা অনুসারে আমি যদি প্রতি দিন এই সিরিজ নাটকের দুটি পর্ব তৈরী করার চেষ্টা করি , তাহলে এক বছর পর ৭২০ পর্বের একটি বড় ধরনের সিরিজ নাটক তৈরীর কাজ সম্পন্ন হবে । এই কমেডি সিরিজ নাটক ২০০৫ সালে সম্প্রচার করা হবে , এই সিরিজ নাটকের আলোচ্য বিষয় নাগরিকদের দৈনন্দিন জীবনের সংগে সম্পর্কিত বলে দর্শকরা নাটকটি পছন্দ করবেন , তখন প্রতিদিন নাটকের দুটি পর্ব দেখানো হবে । ইং তা এই সিরিজ নাটক তৈরীর মাধ্যমে কমেডি নাটক আরো জনপ্রিয় করার প্রয়াস চালাচ্ছেন ।