জাতি সংঘ নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক সভাপতি, জাতি সংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ৪ তারিখে নিউইয়োর্কে জাতি সংঘ সদর দপ্তরে বলেছেন যে, চীন আশা করে নিরাপত্তা পরিষদ সম্প্রসারণে সার্বিক প্রতিনিধিত্ব ও ভারসাম্য প্রতিফলিত হতে হবে। এবং উন্নয়নমুখী দেশগুলোর প্রতিনিধিদের হার বাড়ানোর কথা বিবেচনা করতে হবে।
তিনি বলেছেন, চীন জাতি সংঘের সংস্কার, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণকে সমর্থন করে, কিন্তু জাতি সংঘের সংস্কারে বিভিন্ন পক্ষের স্বার্থ পুরোপুরি বিবেচনা করা উচিত। চীন পক্ষ মনে করে, জোর করে সংস্কারের সময়সূচী নির্ধারণ করা সমীচিন নয়। বিভিন্ন সদস্যদেশ ধৈর্যসহকারে ব্যাপকভাবে আলাপ পরামর্শ করে সংস্কার সমস্যায় একমত হবার পরেই কেবল সংস্কার সাফল্যমন্ডিত হতে পারে।
চীনর পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৪ তারিখে পেইচিংয়ে বলেছেন, চীন সরকার বিশ্ব-শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার সামগ্রিক অবস্থা বিবেচনা করে দেশ ও জাতির প্রতি উচ্চ দায়িত্ববোধ নিয়ে মনোযোগের সঙ্গে সুষ্ঠুভাবে জাতি সংঘের সংস্কারের সমস্যা পরিচালা করবে।
|