চীনের প্রতিনিধি দলের উপ-প্রতিনিধি শেন ইয়ং শিয়াং ৪ তারিখে জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘের ৬১তম মানবাধিকার সম্মেলনে বলেছেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারে সংস্কৃতির উপাদান মিশে আছে, বিভিন্ন দেশের সামাজিক পরিবেশ, ইতিহাস, সংস্কৃতি ও ধর্মবিশ্বাস প্রভৃতি উপাদানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিভিন্ন দেশের উচিত পারস্পরিক আদান-প্রদান চালানো, পরস্পর পরস্পরের কাছ থেকে গুণ শেখা এবং একসঙ্গে উন্নত হওয়া।
নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয় নিয়ে ভাষণ দেয়ার সময়ে শেন ইয়ং শিয়াং বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত সাধারণ অবস্থা ও বিশেষ উদাহরণ উভয়দিক বিবেচনা করে বিভিন্ন দেশের নাগরিকদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নের প্রক্রিয়া দেখা, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন বাছাই সম্মান করা।
তিনি আরো বলেছেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারের বাস্তবায়ন হলো একটি জটিল প্রকল্প, তা ক্রমান্বয়ে এগোতে হবে। বিভিন্ন দেশের উচিত সার্বিক রননীতি প্রনয়নের প্রচেষ্টা চালানো। সঙ্গে সঙ্গে আন্তরিক আন্তর্জাতিক সহযোগিতাও দরকার।
|