v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-05 10:43:59    
শুরু হলো বাংলাদেশের ইংল্যাণ্ড মিশন(ছবি)

cri
    জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। পরে সেই জয়কে প্রথমবারের মত সিরিজ জয়েও পরিণত করে। প্রথমবারের মত একদিনের সিরিজ জয়ও আসে এই জিম্বাবুয়ের বিপক্ষে। আর এটা সম্ভব হয়েছিল অভ্যন্তরীণ সমস্যায় কারণে জিম্বাবুয়ের সেরা খেলোয়াড়দের না খেলার জন্য। যে কারণে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগেই প্রায় সবারই ধারণা ছিল বাংলাদেশের জয় সম্পর্কে। তারপরও কি এই প্রাপ্তিতে দলের খেলোয়াড়দের কোনও অবদান নেই। নেই তাদের যোগ্যতার মূল্যায়ন। তা প্রমাণ করার সুযোগ তাদের সামনে। আসন্ন ইংল্যাণ্ড সফরই তাদের সেই যোগ্যতা প্রমাণ করার একটা বড় সুযোগ. বিশ্বকাপের "কানাডা ট্র্যাজিডি'র পর বাংলাদেশের নতুন পথের সন্ধানদাতা কোচ ডেভ হোয়াটমোর তাই মনে করেন। টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ এই প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের জনকের দেশে। যার মাজেজাই আলাদা। এই সিরিজকে কোচ ডেভ হোয়াটমোর বড় চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন। ইংল্যাণ্ডে খেলা সব সময় ভিন্ন মাত্রা বহন করে। কোচ হোয়াটমোরের মতে, টোটালি ডিফারেণ্ট বল গেম। ইংল্যাণ্ডের কন্ডিশনও ভিন্ন। আবার আবহাওয়ার সঙ্গেও লড়তে হয়। এ দিকে দুই টেস্টের সিরিজ শেস হওয়ার পর অস্ট্রেলিয়াসহ খেলবে তিন জাতির টুর্নামেণ্ট। একদিনের ম্যাচে রাঙ্কিঙে শীর্ষে থাকা এই দুইটি দলের বিপক্ষে নিজেদের যোগ্যতার সঠিক বহিঃপ্রকাশ করার বিরাট সুযোগ তাই বাংলাদেশের সামনে। সেই আলোকে কোচ ডেভ হোয়াটমোর মনে করেছেন বাংলাদেশ এখানে বড় এক্সপোজার পাবে। এই সকল লক্ষ্য পূরণকে সামনে রেখে প্রথমদিন প্রাকটিস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ প্রসঙ্গে কথাগুলো বলেন কোচ ডেভ হোয়াটমোর।।