চীনের জাতীয় সমুদ্র ব্যবস্থাপনা ব্যুরোর মেরু অঞ্চলে তত্ত্বাবধান কার্যালয়ের সূত্রে জানা গেছে, চীন প্রায় ২০ কোটি রেনমিনপি বিনিয়োগ করে "শিয়ে লং" নামক মেরু অঞ্চলের বৈজ্ঞানিক তত্ত্বাবধান জাহাজ উন্নত করবে।
জানা গেছে, শিয়ে লং জাহাজের উন্নতকরণের কাজ জুন মাসে শুরু হবে, এবং আগামী বছরের আগষ্ট মাস পর্যন্ত চলবে। এই কাজের গুরুত্বপূর্ণ অংশ হলো জাহাজের বৈজ্ঞানিক তত্ত্বাবধানের সামর্থ্য, স্বয়ংক্রিয় ব্যবস্থ চালু , নিরাপত্তা, জাহাজের কর্মকর্তাদের বসবাসের আরামদায়ক পরিবেশ এবং বৈজ্ঞানিক তত্ত্বাবধান সংশ্লিষ্ট তথ্য অবিলম্বে পাঠানো ইত্যাদি লক্ষ্য অর্জন করা।
|