v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-01 20:08:30    
ফিলিপিন্সের পর্যটন শিল্প

cri
    সম্প্রতি প্রকাশিত ফিলিপিন্সের পর্যটন মন্ত্রনালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০০৪ সালের প্রথম ন মাসে ফিলিপিন্সে যাওয়া বিদেশী পর্যটকদের সংখ্যা ২০০৩ সালের তুলনায় শত করা ছাব্বিশ দশমিক সাত ভাগ বেড়ে ষোল লক্ষ পঁচাশী হাজারে পৌঁছেছে । তাঁদের মধ্যে মার্কিন পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশী , ২০০৩ সালের তুলনায় তাঁদের সংখ্যা শত করা বত্রিশ ভাগ বেড়ে তিন লক্ষ বাহান্ন হাজার হয়েছে । জাপানের পর্যটকদের সংখ্যা দ্বিতীয় স্থান অধিকার করেছে । ২০০৩ সালের তুলনায় তাঁদের সংখ্যা শতকরা বাইশ দশমিক সাত ভাগ বেড়ে দু লক্ষ নববই হাজার হয়েছে । দক্ষিন কোরিয়া ও চীনের পর্যটকদের সংখ্যা যথাক্রমে দু লক্ষে একাত্তর হাজার ও ঊনত্রিশ হাজার এবং তা যথাক্রমে শত করা তিরিশ দশমিক নয় ভাগ ও শতকরা তিরিশ দশমিক চার ভাগ বেড়েছে ।

    ফিলিপিন্সের পর্যটন মন্ত্রী তুলানো এই প্রসংগে বলেছেন , বিদেশী পর্যটকদের সংখ্যার বৃদ্ধি থেকে প্রতিপন্ন হয়েছে যে , ফিলিপিন্স একটি বিপজ্জনক স্থান বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় । কোনো কোনো দেশ ফিলিপিন্সের পর্যটন সম্বন্ধে হুশিয়ারী জানিয়েছে এবং ফিলিপিন্সে তাঁদের নাগরিকদের বাইরে যাওয়ার সময়ে সাবধান থাকতে , সন্ত্রাস তত্পরতা , লুট ও অপহরণ সম্পর্কে সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিয়েছে , তা সত্ত্বেও বিপুল সংখ্যাক পর্যটক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের পর্যটকরা ফিলিপিন্সে ভ্রমণ করতে আসছেন ।

    পর্যটন শিল্প ফিলিপিন্সের জাতীয় অর্থনৈতিক বৃদ্ধির গুরুত্বপুর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা যায় , ২০০৩ সাল ও ২০০৪ সালে ফিলিপিন্সে যাওয়া বিদেশী পর্যটকদের সংখ্যা যথাক্রমে ঊনিশ লক্ষ ও ঊনিশ লক্ষ বত্রিশ হাজার এবং পর্যটনের আয় যথাক্রমে একশো বাহান্ন কোটি ও একশো চুয়াত্তর কোটি মার্কিন ডলার ।এটা ফিলিপিন্সের জি ডি পির প্রায় শত করা পাঁচ ভাগ ।

    গত কয়েক বছরে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির জন্য ফিলিপিন্স সরকার পর্যটন উন্নয়নের অনেকগুলো কার্যকর ব্যবস্থা নিয়েছে। ২০০৪ সালের মে মাসে সাধারণ নির্বাচনে বিজয় লাভের পর প্রেসিডেন্ট আরোয়ো আন্তর্জাতিক পর্যটন উন্নয়নকে তাঁর অন্যতম রাজনৈতিক লক্ষ্য হিসেবে ধার্য করেছেন এবং তাকে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিপিন্সের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছেন । ফিলিপিন্সের লক্ষ্য: আগামী ছ বছরের প্রতি বছরে বিদেশী পর্যটকদের সংখ্যা পঞ্চাশ লক্ষ ।

    এই লক্ষ্য হাসিল করতে ফিলিপিন্সের পর্যটন মন্ত্রনারয় সংকল্পবদ্ধ । পর্যটন মন্ত্রী তুলানো বলেছেন , পর্যটন শিল্প উন্নয়নের তিনটা নীতি ইতিমধ্য প্রনয়ণ করা হয়েছে ।

    জানা গেছে , চীনের পর্যটকদের আর্কষনের জন্য ফিলিপিন্স সরকার ভিসা দেয়ার ব্যাপারে চীনা পর্যটকদের অনেক সুবিধা দেবে । চীনের পর্যটকরা বিমানযোগে ফিলিপিন্সে পৌঁছার পরও ভিসা নিতে পারেন ।