v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-01 20:03:39    
জিং জাতি

cri

    চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির মধ্যে জিং জাতি একটি ছোটো জাতি,এর লোকসংখ্যা মাত্র প্রায় তিরিশ হাজার ।জিং জাতির অধিকাংশ অধিবাসী থাকেন ভিয়েতনামের সংগে গংলগ্ন দক্ষিন পশ্চিম চীনের কুয়াংসি জুয়াং জাতির স্বায়? শাসিত অঞ্চলের ফাং ছেং জেলায় ।সুন্দর জেলা শহরের পেছনে চীনের মুল ভুভাগ,সামনে বিশাল সমুদ্র ।

    জিং জাতির অধিবিসীরা অতীতে ওয়ানয়েই,হুতৌ আর সান সিন দ্বীপে বাস করতেন ।তিরিশ বছর আগে দ্বীপতিনটে আর মুলভুভাগের মাঝখানের সমুদ্র,মাটি ও পাথর দিয়ে ভরটি করার পর মুলভুভাগের সংগে এই তিনটে দ্বীপ সংযুক্ত হয়েছে ।এখন গাড়িতে করে শহরের জাঁকজমকপূর্ণ কেন্দ্রস্থল থেকে পিচ ঢালা রাস্তা বেয়ে জিং জাতির অধিবাসীদের আবাসিক এলাকায় পৌঁছতে মাত্র দশ মিনিট খানেক লাগে ।

    আধুনিক পরিবহন ব্যবস্থা আর ভৌগোলিক পরিবেশের কল্যানে গত কয়েক বছরে জিং জাতির নাগরিকদের জীবনযাত্রার লক্ষনীয় উন্নতি হয়েছে।গত বছরে তাদের মাথাপিছু আয় যে চার হাজার ইউয়ানেরও বেশী হয়েছে,তা চীনের সীমান্ত অঞ্চলে বিরল ।

    ওয়ানয়েই গ্রাম জিং জিতির বৃহততম গ্রাম ।প্রায় একহাজার পরিবারের সাত হাজার সদস্য তের দশমিক সাত বর্গ কিলে মিটারের এই গ্রামে থাকে।অতীতে মত্স্যশিকারই গ্রামবাসীদের প্রধান জীবিকা ।চীনে সংস্কার অভিযান শুরু হওয়ার পর অনেক গ্রামবাসী ব্যবসায় উদ্যোগী হয়েছে বলে তাদের আর্থিক অবস্থা দিন দিন স্বচছল হয়েছে ।প্রতিটি পরিবার নতুন বাড়ি তৈরী করেছে এবং বাড়িঘরের মাথা পিছু মেঝের আয়তান তিরিশ বর্গ মিটার ।এই গ্রামের দায়িত্বশীল ব্যক্তি মিঃ সু মিন ফাং বলেছেন,

    অতীতে আমরা খুবই গরীব ছিলাম ।প্রতি একর জমিতে উত্পন্ন খাদ্য শস্যের পরিমান ছ শো কিলো গ্রামেরও কম ছিল ।খাদ্যশস্যের অভাব পুরণ করতে গণসরকারের শরনাপন্ন হতে হত ।বছরের পর বছর ঋনের বোঝা আমাদের বহন করতে হতো ।সংস্কার শুরু হওয়ার পর আমাদের এখানে বিরাট পরিবর্তন ঘটেছে ।পরিবহন,পানি আর বিদ্যুত সরবরাহ,টেলিযোগাযোগ -সহ সব ক্ষেত্রে উত্সাহব্যঞ্জক পরিবর্তন ঘটেছে ।প্রতিটি পরিবারে মোটর গাড়ি আছে ।শত করা ৮৫টি কৃষক পরিবার টেলিফোন ব্যবহার করছে ।

    তিনি আরো বলেছেন,সরকার প্রনীত সংস্কার আর উন্মুক্ত নীতি অনুসারে সমুদ্র আর সীমান্ত অঞ্চলের অনুকুল পরিবেশে গ্রামীন অর্থনীতির উন্নতি সাধানের কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে ।গ্রাবাসীরা ঠিকার ভিতিততে বহিরাগতদের জমি চাষ করতে দিয়েছেন,তাঁরা নিজেরা প্রধানত সামুদ্রিক উদ্তিদ চাষ করা,মাছ ধরা,আর সীমান্ত বানিজ্যে নিয়োজিত হয়েছেন ।গত বছরে এই গ্রামের মাথাপিছু আয় সাত হাজার ইউয়ান ছাড়িয়ে গেছে ।আমাদের গ্রামের সংস্কৃতি আর শিক্ষার প্রসারও হয়েছে।প্রাথমিক স্কুল ছাড়াও একটি মাধ্যমিক বিদ্যালয়ও খোলা হয়েছে এবং শতকরা ৯৮জন ছেলেমেয়ে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে ।

    অর্থনৈতিক উন্নয়ন সাধিত হওয়ার সংগে সংগে জিং জাতির স্বতন্ত্র জাতীয় সংস্কৃতি অক্ষুন্ন রাখার উদ্যোগে নেয়া হয়েছে ।প্রতিবছরের জুলাই মাস থেকে সেপ্টেমবর পর্যন্ত তাদের সংগীত উত্সব পালন করা হয় ।জিং জাতির নাগরিক তু ফু চৌ এই প্রসংগে বলেছেন ,

    সংগীত দিবস উপলক্ষে আশেপাশের গ্রামের হাজার হাজার কৃষক গান শুনতে আসেন ।নৃত্যনাট্য দলও আমন্ত্রনক্রমে এখানে এসে চিততাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।বস্তুত:বসন্ত উত্সবের চেয়েও অধিক সমারোহে সংগীত উত্সব পালিত হয় ।প্রতি বছরে আমি এই উত্সব অংশ নিই ।

    জিং জাতির বিচিত্র সাজসজজা ও চাল-চলন জিং জাতির নিজস্ব জাতীয় সংস্কৃতির একটি অংগ ।গত কয়েক বছরে ফাংছেন জেলার জিং জাতির রীতিনীতি ও সামুদ্রিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বিভিন্ন স্থানের নাগরিকরা সেখানে ভ্রমন করতে যান ।ফলে ফাংছেন জেলার পর্যটন শিল্প দ্রুত বিকশিত হয়েছে এবং স্থানীয় অধিবাসীদের আয় যথেষ্ট বেড়েছে।ওয়ানওয়েই গ্রামের মিঃ সুমিনফাং বলেছেন:

    একটানা কয়েক বছর ধরে কুয়াং সি ও অন্যান্য প্রদেশের বহু পর্যটক আমাদের জেলায় বেড়াতে আসেন,বিশেষ করে এই বছরের মে দিবস উপলক্ষে কত পর্যটক এখানে এসে ভিড় জমিয়েছেন,তার ইয়ততা নেই ।মে দিবস উপলক্ষে পর্যটন শিল্পে নিয়োজিত আমাদের গ্রামের এক একটি পরিবারের তিন চার হাজার ইউয়ানের আয় হয়েছে ।আমাদের পর্যটন শিল্পের সন্পদ অফুরন্ত,পর্যটন শিল্প ক্রমেই স্থানীয় অর্থনীতির স্তম্ভে পরিণত হয়েছে ।