v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-01 19:28:39    
থাইল্যান্ডের অধিবাসীদের রীতিনীতি

cri
    এশিয়ার অন্যতম দেশ থাইল্যান্ড । থাই ভাষায় এ নামের অর্থ হলো স্বাধীনতার ভুমি । থাইল্যান্ডের অধিবাসীরা নিজের মাথাকে পবিত্র বলে মনে করেন । তাই সে দেশে অন্যের মাথা এমনকি বাচ্চাদের মাথায়ও ইচ্ছামতো হাত বুলানো যায় না । যদি বয়োবৃদ্ধ ব্যক্তি চেয়ারে বসে আছেন , তাহলে অল্পবয়সীদের মাটিতে বসতে হবে , যাতে উচ্চতায় বয়োবৃদ্ধদের মাথা ছাড়িয়ে না যায় , বয়োবৃদ্ধদের মাথা ছাড়িয়ে যাওয়া অসম্মান বলে মনে করা হয় । থাইল্যান্ডে স্থানীয় অধিবাসীদের সামনে হাঁটু গেড়ে বসাও অসম্মান বলে মনে করা হয় । ব্যবসায়ীদের আলোচনা বৈঠকে অতিথির জুতার তলদেশ প্রতিপক্ষের লোক দেখতে পাওয়া অত্যন্ত খঅরাপ ব্যাপার , তারা মনে করেন অন্যের জুতোর তলদেশ দেখানো অপমানের প্রতীক । থাইল্যান্ডে পা দিয়ে দরজায় লাথি মারা অথবা পা দিয়ে পথ বা জিনিস নির্দেশ করাও অসম্মানের ব্যাপার ।

    থাইল্যান্ড একটি বৌদ্ধধর্মাবলম্বী দেশ । থ্যাইল্যান্ডে স্থানীয় অধিবাসীরা অতিথিদের বুকের সামনে দুই হাত জোড় করে শুভেচ্ছা জানান । পর্যটকরা যদি থাইল্যান্ডের মন্দির , বৌদ্ধ মুর্তি ও সন্ন্যাসীর প্রতি আসম্মানের কাজ করেন অথবা মন্দিরে ক্যামেরা দিয়ে ছবি তোলেন , তাহলে স্থানীয় অধিবাসীরা তা পাপ বলে মনে করেন । থাইল্যান্ডে জুতা খলে খলি পায়ে মন্দিরে ঢুকতে হবে। স্থানীয় অধিবাসীদের বাসায় বেড়াতে গেলে অতিথি যদি বাসায় বৌদ্ধমুর্তি দেখেন , তাহলে তাকে তত্ক্ষনাত্ জুতা , মোজা ও টুপি খুলতে হয় , নাহলে বৌদ্ধদেবের প্রতি অসম্মান বলে মনে করা হয় ।