ভারতের এক বিশাল জনগোষ্ঠী গরু ছাড়াও সাপকেও সম্মান করেন । ভারতে বেশীর ভাগ সাপই বিষাক্ত সাপ , এই সব সাপের আকার বড় , সবচেয়ে বড় বিষাক্ত সাপের দৈর্ঘ্য ছয় মিটারেরও বেশী । প্রতি বছরই অনেক মানুষ ও গবাদি পশু বিষাক্ত সাপের কামড়ে আহত হয় । ভারতীয়রা মনে করেন সাপ জবাই করা দেবতার প্রতি অপমানের সামিল , তাই ভারতের বিভিন্ন জায়গায় সাপের সন্দির তৈরী করা হয়েছে । কোনো কোনো জয়গার অধিবাসীর মতে সাপ তাদের পুর্বপুরুষ , তারা যে মাঝে মাঝে সাপের মাংস খান , তাদের মতে সেটার মানে দেবতার কাছ থেকে বুদ্ধি অর্জন করা । প্রতি বছরের আগষ্ট মাসে ভারতে সর্প দেবী দিবস পালিত হয় । সেদিন অধিবাসীরা সর্প দেবীকে প্রনম করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিষাক্ত সাপ ছেড়ে দেন ।
ভারতীয় অধিবাসীরা যদিও সাপকে সম্মান প্রদর্শন করেন এবং কখনো জবাই করেন না , তবে তাদের সাপ ধরা আর সাপ নিয়ে খেলার শখ আছে । কোনো কোনো গ্রামে অনেকেই সাপ ধরে বলে অনেকে গ্রমটিকে সাপুড়ে গ্রাম ডাকে । নয়াদিল্লীর নিকটবর্তী মোশাসাই গ্রামে প্রতিদিন ভোরবেলায় এক শোরও বেশী গ্রমবাসী দিল্লীতে যায় । তাদের এক হাতে বাঁশি আরেক হাতে বাঁশের তৈরী একটি ঝুড়ি , ঝুড়ির ভেতরে সাপ । তারা নয়াদিল্লীর রাস্তায় রাস্তায় দেখান অথবা সাপ বিক্রি করেন । বংশপরমপরায় তারা সাপের খেলা দেখিয়ে জীবীকা নির্বাহ করেন ।
|