আজকের অনুষ্ঠানে আমি হে চোংয়ের নতুন প্রকাশিত একটি cd সংকলন আপনাদের সংগে পরিচিত করতে চাই।
হে চোং একজন শিক্ষক। তিনি একজন বিখ্যাত টিভি উপস্থাপক। কিছু দিন আগে তিনি নিজস্ব প্রথম cd সংকলন প্রকাশ করেছেন। আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হচ্ছে ভালবাসা করা যায়। এই গান হচ্ছে একটি বেদনা-বিধুর প্রেমের গান। গানে একজন প্রেমিকার প্রতি প্রেমিকেরভালবাসা বর্ণনা করা হয়েছে।
হে চোং শিক্ষক হিসেবে পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এর সংগে সংগে তিনি চীনের হু নান প্রদেশে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেন। তার বিশেষ স্টাইলের কারণে তিনি অনেক যুবক-যুবতীদের সমাদর পেয়েছেন। তা ছাড়া, তিনি একটি বই প্রকাশ করেছেন এবং চলচ্চিত্র আর নাটকে অভিনয় করেছেন। তাই বলা যায়, মানুষের মনে তিনি একজন ব্যক্তিত্ব।
গত বছরের পয়লা জুন হে চোং আনুষ্ঠানিকভাবে হংকং ভালো সংগীত নামে cd কোম্পানি এবং পেইচিং ২১ পূর্ব নামে cd কোম্পানির সংগে চুক্তি স্বাক্ষর করেছেন। এখন আমরা একসংগে ফুল ফুটেছে নামক একটি গান শুনবো। এই গান মাত্রাবিভক্ত করার সময় ছাত্র-ছাত্রীদের জন্যে রচনা করা হয়েছে। আমরা এই গানটি শুনতে শুনতে আবহাওয়াতে ফুলের মিষ্টি ঘ্রাণ নিতে পারি।
ভালবাসা করা যায় নামক এই cd সংকলনে সংগীতের স্টাইল খুব বৈচিত্রময়। এই সংকলনে হে চোং বিভিন্ন ধরণের স্টাইলের গান গাওয়ার চেষ্টা করেছেন। এখন আমরা একসংগে হে চোংয়ের নৃত্যচঞ্চল সংগীত উপভোগ করবো। গানের কথা হলো: আমাদের বিশ্ব খুব বৈচিত্রময়, প্রত্যেকেরই উচিত হাসি-খুশি মন নিয়ে প্রতিদিন কাটানো।
আজকের অনুষ্ঠানশেষ করার আগে আমরা একসংগে এই cd সংকলনের মধ্যে হাসি নামক একটি গান শুনবো। এই গান হে চোং এবং সাং লেন একসাথে গেয়েছেন। সাং লেন একজন গায়িকা নন। আগে তিনি জাতীয় মহিলা জিমন্যাসটিকস দলের একজন সদস্য ছিলেন। ১৯৯৮ সালে তিনি দুর্ভাগ্যক্রমে প্রতিবন্ধীতে পরিণত হয়েছেন। পুরো চিকিত্সার প্রক্রিয়ায় তিনি সবসময় হাসি-খুশিভাবে সবকিছু মোকাবেলা করেছেন। হে চোং এবং সাং লেন কঠিন সংকটের সম্মুখীন বন্ধুদের জন্যে এই গান গেয়েছেন এবং তাদের অসিত সাহস দিয়েছেন।
প্রিয় বন্ধুরা, সময় এত তাড়াতাড়ি কেটেছে। আজকের অনুষ্ঠান প্রায় শেষ। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কেকোনো মতামত থাকলে চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠন শোনার জন্যে অনেক ধন্যবাদ।
|