v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-01 15:53:30    
২৭শে মার্চ থেকে ১লা এপ্রিল, ২০০৫

cri
১. চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র: ছ'পক্ষীয় বৈঠক যথাশীঘ্র সম্ভব আবার শুরু হতে পারবে কিনা তা শুধু চীনপক্ষের প্রচেষ্টার উপর নির্ভর করছে না

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ৩১ তারিখে পেইচিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা বিষয়ক ছ'পক্ষীয় বৈঠক যথাশীঘ্র সম্ভব আবার শুরু হতে পারবে কি না তা শুধু চীনপক্ষের প্রচেষ্টার উপর নির্ভর করছে না , আরো বেশী নির্ভর করছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মিলিত প্রচেষ্টার উপর ।

লিউ চিয়েন ছাও সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময়ে বলেছেন , যথাশীঘ্র সম্ভব ছ'পক্ষীয় বৈঠক পুনরুদ্ধার এবং পারমানবিক অস্ত্র-মুক্ত কোরিয় উপদ্বীপ বাস্তবায়ন হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিন্ন লক্ষ্য । চীনপক্ষ আশা করে , বিভিন্ন পক্ষ নমনীয় ও বস্তুনিষ্ঠ মনোভাব গ্রহণ করবে এবং আন্তরিকতা দেখাবে । চীনপক্ষও আগের মতোই ভবিষ্যতেও প্রচেষ্টা চালাতে থাকবে ।

২. চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মন্ত্রী ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন

চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মন্ত্রী ওয়াং চিয়া রুই ২৮ তারিখে পেইচিংয়ে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির চেয়ারম্যান শরদ পাওয়ার-এর সঙ্গে সাক্ষাত করেছেন।

ওয়াং চিয়া রুই বলেছেন, কয়েক বছর ধরে চীন ভারতের সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের প্রবনতা বজায় রাখছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহতভাবে গভীর হচ্ছে। চীনের কমিউনিষ্ট পার্টি জাতীয় কংগ্রেস পার্টি সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক পার্টির সঙ্গে আদান-প্রদান এবং সহযোগিতা উন্নয়ন করতে ইচ্ছুক। চীনের কমিউনিষ্ট পার্টি দু'দেশের সম্পর্ক নিরন্তর, স্থিতিশীল ও সুষ্ঠুভাবে উন্নয়নের জন্যে সক্রিয় ভূমিকা পালন করবে।

পাওয়ার বর্তমানের ভারত এবং চীনের সম্পর্কের সক্রিয় মূল্যায়ন করেছেন। তিনি আরো বলেছেন, ভারতের জাতীয় কংগ্রেস পার্টি চীনের কমিউনিষ্ট পার্টির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে দ্বীপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের জন্যে প্রচেষ্টা করবে।

৩. থাং চিয়াসিউয়ান আশা করেন, চীন - ভারত গঠনমূলক সহযোগিতারঅংশীদারী সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত হবে

চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার থাং চিয়া সিউয়ান ৩০ তারিখে চীন সফররত চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত যৌথ কর্মগ্রুপের ১৫ দফা বৈঠকে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্রসচিব শ্যাম সারানের সংগে সাক্ষাত্কালে বলেছেন, তিনি আশা করেন ,চীন ও ভারত বাস্তবব্যবস্থা নিয়ে দ্বিপাক্ষিক গঠনমুলক সহযোগিতার অংশীদারী সম্পর্ককে অব্যাহতভাবে নতুন পর্যায়ে উন্নীত করবে ।

থাং চিয়া সিউয়ান যৌথ কর্মগ্রুপের কাজকে সম্পূর্ণভাবে ইতিবাচক বলে স্বীকার করেছেন । তিনি বলেছেন, যৌথ কর্মগ্রুপের উদ্দেশ্য হচ্ছে দ্বিপাক্ষিক সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা । তিনি বিশ্বাস করেন ,দু'পক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সমতার ভিত্তিতে পরামর্শ ও পারস্পরিক সমঝোতায় অবিচল থাকবে এবং অবশ্যই সীমান্ত সমস্যা সমাধানের যুক্তিসম্মতউপায় খুঁজে বের করতে পারবে । সারান বলেছেন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ভারত সফর করবেন, ভারতের সরকার ও জনগণ তাঁর সফরের অপেক্ষায় রয়েছে এবং বিশ্বাস করে ওয়েন চিয়াপাওয়ের সফর অবশ্যই সাফল্যমন্ডিত হবে, যাতে দু'দেশের সম্পর্ক আরো ত্বরান্বিত করা যায় ।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাসুরি ৩০ তারিখে আলাদা আলাদাভাবে বলেছেন, তাঁরা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আসন্ন সফরের প্রতীক্ষায় রয়েছেন।

৪. চীন ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি বিমান লাইন খোলা হবে বলে আশা করা যাচ্ছে

চীনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আশফাকুর রহমান সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , আগামী মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের বাংলাদেশ সফরকালে দু'দেশ প্রথম সরাসরি বিমান লাইন খোলার বিষয় নিয়ে আলোচনা হবে ।

রহমান বলেছেন , এই বিমান লাইন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে দক্ষিণপশ্চিম চীনের ইউন্নান প্রদেশের রাজধানী খুয়ান মিন পর্যন্ত প্রসারিত হবে । বাংলাদেশ চীনের সঙ্গে সড়ক , রেল ও বিমান পরিবহন উন্নয়নের মাধ্যমে চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করার আশা পোষণ করে ।

তিনি আরো বলেছেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের বাংলাদেশ সফরকালে দু'দেশ কিছু সহযোগিতা চুক্তি আর সমঝোতা স্মারকলিপিও স্বাক্ষর করবে । চীন বাংলাদেশকে চীনের নাগরিকদের পর্যটনের গন্তব্যরাষ্ট্র হিসেবেও গ্রহণ করবে ।

ওয়েন চিয়া পাও ৫ই এপ্রিল থেকে ভারত , পাকিস্তান , শ্রীলংকা ও বাংলাদেশ সফর করবেন । জানা গেছে , তিনি ৭ই ও ৮ই এপ্রিল বাংলাদেশ সফর করবেন ।

৫. ভারতের প্রধানমন্ত্রীঃ সকল ভারত-পাক সমস্যার সমাধানে জোরালো প্রয়াস চালাবো

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৯ তারিখ সন্ধ্যায় নয়া দিল্লীতে বলেছেন, ভারত ও পাকিস্তানের সকল ঐতিহ্যিক সমস্যার সমাধানে তিনি জোরালো প্রয়াস চালাবেন, এবং জোর প্রয়াসে সমাধানের উপায় খুঁজবেন।

ভারতের সংবাদ মাধ্যম বলেছে, একই দিনে সফররত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শুজাত হুসেনের নেতৃত্বে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে মনমোহন সিং বলেছেন, ইতিহাস দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য সুযোগ দিয়েছে। তিনি বলেছেন, ভারত দৃঢ়ভাবে ভারত-পাকিস্তান চুক্তি অনুসরণ করে দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেছেন, আগামী মাসের ১৬ ও ১৭ তারিখ পাকিস্তানের প্রেসিডেন্ট পার্ভেজ মুশারাফ নয়া দিল্লীতে এসে ক্রিকেট খেলা দেখবেন বলে প্রত্যাশা করেছেন। এবং তিনি আশা করেন মুশারাফের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে বৈঠক করবেন।

৬. পাকিস্তান স্বনির্ভরভাবে টেলিযোগাযোগ ও পর্যবেক্ষন উপগ্রহ তৈরী আর উত্ক্ষেপন করার পরিকল্পনা নিয়েছে

পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার ২৭ তারিখের খবরে জানা গেছে , প্রেসিডেন্ট মুশারাফ পাকিস্তানের নিজস্ব প্রগতিশীল টেলিযোগাযোগ ও পর্যবেক্ষন উপগ্রহ তৈরী ও উত্ক্ষেপনে রাজি হয়েছেন ।

খবরে বলা হয়েছে , পাকিস্তান এখন নতুন করে মহাশূন্যও উচ্চ বায়ুমন্ডল গবেষনা কমিটি গঠন করেছে এবং বৈজ্ঞানিক ও প্রকৌশলীদের কেন্দ্রীভূত করে কাজটি শুরু করবে ।

এ পর্যন্ত পাকিস্তান সাফল্যের সংগে কয়েকটি আবহাওয়া উপগ্রহ তৈরী করেছে । কিন্তু নিজের উত্ক্ষেপন কেন্দ্র নেই বলে পাকিস্তান ১৯৯০ সালে আর ২০০১ সালে যে দুটি পরীক্ষামূলক উপগ্রহ উত্ক্ষেপন করেছে তা অন্য দেশের উত্ক্ষেপন টাওয়ারের মাধ্যমে উত্ক্ষেপন করা হয়েছে ।

৭. ইন্দোনেশিয়ার ভূমিকন্প

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা ২৯তারিখে ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে বলেছেন , ২৮ তারিখে সুমাত্রা দ্বীপের পশ্চিম জলসীমায় যে রিখটার স্কেলে ৮ ডিগ্রির বেশী প্রাবল্যের ভূমিকম্প হওয়ায় নিয়াস দ্বীপের এক থেকে দু হাজার লোক মারা গেছেন ।

তিনি বলেছেন , ধসে পড়া স্থানীয় অট্টালিকার সংখ্যা অনুযায়ী মৃতের সংখ্যা নির্নয় করা হয় ।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র স্বীকার করেছেন যে , প্রেসিডেন্ট সুসিলো ইতিমধ্যে তার ৩০ তারিখের অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন ।

২৯ তারিখে ইন্দোনেশিয়ার ত্রাণ দল গুরুতরভাবে দুর্গত নিয়াস দ্বীপে পৌঁছে , ইন্দোনেশিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্যে এক ব্যাটালিয়ন পদাতিক বাহিনী , তিনটি যুদ্ধ জাহাজ এবং অনেক হেলিকপ্টার পাঠিয়েছে । ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ায় ৩০শে মার্চের তাঁর নির্দিষ্ট রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন , এবং কয়েক দিনের পর দুর্গত এলাকাগুলোতে গিয়ে ত্রাণ কাজ পরিদর্শন , পরিচালনা আর সমন্বয় করবেন ।

একই দিন জাতি সংঘ একটি ত্রাণসাহায্য দল দুর্গত এলাকাগুলোতে পাঠিয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা , জাতিসংঘের শিশু তহবিল , বিশ্ব খাদ্য পরিচালনা সংস্থা এবং রেড ক্রস সোসাইটি ইত্যাদি সংস্থাগুলো দুর্গত এলাকাগুলোতে লোকজন এবং ত্রাণসামগ্রি পাঠিয়েছে ।

একই দিন চীনের রেড ক্রস সোসাইটি ইন্দোনেশিয়ার কাছে ৩ লক্ষ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

মার্কিন যুক্তরাষ্ট্র , জাপান , সিঙ্গাপুর , নিউজিল্যান্ড প্রভৃতি দেশ ত্রাণসাহায্য দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে ।

২৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩০জন নিহত হয়েছেন , এর মধ্যে ৩২০জন নিয়াস দ্বীপে নিহত হয়েছেন ।

৮. কোফি আন্নান পদ ত্যাগ করবেন না

২৯ তারিখে জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান বলেছেন, তিনি জাতি সংঘের মহাসচিবের পদ ত্যাগ করবেন না, তিনি অব্যাহতভাবে জাতি সংঘের সংস্কার কাজের প্রয়াস করবেন।

সেদিন ফেডারেল রেজার্ভ বোর্ডের সাবেক চেয়ারম্যান ভোলককারের নেতৃতাধীন স্বাধীন তদন্ত কমিটি "তেলের বিনিময়ে খাদ্য" কার্যক্রমের দুর্নীতি মামলার দ্বিতীয় তদন্ত রিপোর্ট প্রকাশ করছে। রিপোর্টে বলা হয়, কোফি আন্নান "তেলের বিনিময়ে খাদ্য" প্রকল্প কার্যকরী করার প্রক্রিয়ায় কোনো দুর্নীতি কার্যকলাপ করেন নি। কোফি আন্নান তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, তিনি জাতি সংঘের মহাসচিবের পদ ত্যাগ করবেন না, এবং জাতি সংঘের সংস্কার কাজে প্রয়াস করবেন।

অন্য খবরে জানা গেছে, জাতি সংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ২৯ তারিখে বলেছেন, প্রতি দেশের উচিত আন্নানের কাজ সমর্থন করা, জাতি সংঘের সংস্কার কাজের প্রয়াস করা।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ও পররাষ্ট্র বিভাগের মুখপাত্রএকই দিন আলাদা আলাদাভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে আন্নানের সংগে সহযোগিতা করবে, এবং তাঁর জাতি সংঘের কাজ সমর্থন করবে।

৯. সুদানের সরকার ১৫৯১ নন্বর প্রস্তাবের প্রতি দুঃখ প্রকাশ করেছে

৩০ তারিখে সুদানের পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করে বলেছেন যে, সুদানের সরকার জাতি সংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত ১৫৯১ নম্বর প্রস্তাবের প্রতি দুঃখ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ১৫৯১ নম্বর প্রস্তাবে সুদানের দারফুর অঞ্চলের আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে সুদানের সরাকরের শান্তি প্রক্রিয়ার প্রয়াসের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এবং দারফুর অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে ভুল সংকেত দেয়া হয়েছে, সেজন্যে সুদানের সরকার দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে দিয়ে বলা দেয়া হয়েছে, সুদানের সরকার অব্যাহকভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাবে।

২৯ তারিখে জাতি সংঘের নিরাপত্তা পরিষদে ভোট নেয়ার সময়ে এর পক্ষে ১২টি ভোট পেড়েছে এবং ৩টি ভোট বিরত বলে১৫৯১নম্বর প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে দারফুর অঞ্চলের আন্তর্জাতিক মানবতাবাদী আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনকারী সন্দেহভাজন ব্যক্তিদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা, এবং বিদেশে তাঁদের সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরছাড়া, নিরাপত্তা পরিষদ একটি শাস্তিদান কমিটিও প্রতিষ্ঠা করবে, যাতে শাস্তি প্রাপ্য ব্যক্তিদের নাম তালিকা স্থির করা যায়, এবং শাস্তির বাস্তবায়ন ইত্যাদি তত্ত্ববধান করা যায়। চীন, রাশিয়া ও আলজেরিয়া ভোটদানে বিরত ছিলো।

১০. লেবাননের তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রীসভার গঠন ব্যর্থ

২৯ তারিখে লবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কারামি বৈরুতে স্বীকার করেছেন, তাঁর মন্ত্রীসভা গঠনের প্রয়াস ব্যর্থ হয়েছে।

সেদিন কারামি লেবাননের সংসদের স্পীকার বেরির সংগে বৈঠকের পর এই কথা বলেছেন। কারামি বলেছেন, বিরোধী দল মন্ত্রীসভা গঠনের সমস্যায় অসহযোগি মনোভাব গ্রহণ করে, জাতীয় ঐক্য সরকারে অংশ নিতে অস্বীকার করেছে বলে তাঁর মন্ত্রীসভা গঠনের প্রয়াস ব্যর্থ হয়েছে।

কারামি আরো বলেছেন, তিনি আবার প্রধানমন্ত্রী পদ ত্যাগ করবেন।

একই দিন, মার্কিন পররাষ্ট্র বিভাগের উপ মুখপাত্র এরেলি ওয়াশিংটনে বলেছেন, যুক্তরাষ্ট্র লেবাননের সংসদ নির্বাচন স্থগিত রাখার যে কোনো প্রস্তাবের বিরোধীতা করে। সেদিন লেবানন সফররত মার্কিন নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাট্টেরফিএলড বৈরুতে বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়াকে লেবাননের নির্বাচন অনুষ্ঠানের আগে তার সকল বাহিনী লেবানন থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।

১১. কিরগিজস্তানের সংসদ কুলোভকে আইন প্রয়োগকারী বিভাগের সমন্বয়কারীর পদ থেকে সরিয়ে নিয়েছে

বিরগিজস্তানের নতুন সংসদ ৩০ তারিখে সাবেক ভাইস প্রেসিডেন্ট কুলোভের নিজের অনুরোধে তাঁকে আইন প্রয়োগকারী বিভাগের সমন্বয়কারীর পদ থেকে সরিয়ে নিয়েছে ।

কুলোভ বলেছেন , কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দাঙ্গাহাঙ্গামা ঘটার সময়ে সমাজের নিরাপত্তা রক্ষার জন্য তাকে আইন প্রয়োগকারী বিভাগের সমন্বয়কারী নিযুক্ত করা হয়েছে । বর্তমানে বিশকেকের পরিস্থিতি শান্ত হয়েছে । তাই তাঁর আর এই পদে অধিষ্ঠিত থাকার দরকার নেই । কুলোভ ঐদিন আরো বলেছেন , কিরগিজস্তানের প্রেসিডেন্ট আকাইয়েভের দেশে প্রত্যাবর্তনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে । তিনি মনে করেন , আকাইয়েভের উচিত প্রেসিডেন্টের পদ ত্যাগ করা ।

কিরগিজস্তানের স্পিকার তেকেবাইয়েভও ৩০ তারিখে আকাইয়েভকে পদত্যাগ করতে তাগাদা দিয়েছেন । তিনি বলেছেন , তিনি আকাইয়েভের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক ।