বসনিয়া-হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী মলাদেন ইভানিক ৩১ তারিখে ভাষণ দেয়ার সময়ে জোর দিয়ে বলেছেন, বসনিয়া-হের্জেগোভিনা আগের মতো ভবিষ্যতেও একচীন নীতি পালন করবে এবং তাইওয়ান সমস্যায় চীনের মতাধিষ্ঠানকে দৃঢ়ভাবে সমর্থন করবে ।
বসনিয়া-হার্জেগোভিনায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি শুইউয়ান চীন-বসনিয়া হার্জেগোভিনা সম্পর্ক প্রতিষ্ঠার ১০ বার্ষিকীর সম্বর্ধনানুষ্ঠানে ইভানিক উপস্থিত হয়েছেন । তাঁর ভাষণে আরো বলা হয়েছে যে, দু'দেশের মিলিত প্রয়াস দু'দেশের অর্থবাণিজ্য সহযোগিতাকে জোরদার করবে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের জন্যে একটি মজবুত ভিত্তি প্রতিষ্ঠা করবে ।
বসনিয়া-হার্জেগোভিনার অর্থমন্ত্রী লেলকা মালিছ, সশস্ত্র শক্তি যৌথ স্টাফ বিভাগের স্টাফ প্রধান সিফেট বোজিছ এবং বসনিয়া-হার্জেগোভিনার নানা মহলের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিরা প্রায়৭০ জনের বেশী লোক এই সম্বর্ধনানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । সম্বর্ধনানুষ্ঠানে লি শুইউয়ান আর অতিথিরা আলাদা আলাদাভাবে ভাষণ দিয়ে আন্তরিকভাবে চীন ও বসনিয়া-হার্জেগোভিনার সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকীর অভিনন্দন জানিয়েছেন ।
|