পোল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার কোয়াসনেউস্কি ৩১ তারিখে উপ-প্রধানমন্ত্রী, অর্থনীতি,শ্রমিক ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের মন্ত্রী জার্জী হওনারকে পতচ্যূত করেছেন ।
এর সঙ্গে সঙ্গে কোয়াসনেউস্কি নতুন অর্থনীতি, শ্রমিক ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করেছেন । হওনার পরিবর্তে উপ-প্রধানমন্ত্রীর পদে এখন কোনো ব্যক্তিকে নিযুক্ত করা হয় নি ।
বর্তমান পোল্যান্ডের সরকার সংখ্যাগরিষ্ঠ দলের ডেমোক্রাটিক বাম লীগ নিয়ে গঠিত হয়েছে । এই পার্টির সদস্য হিসেবে, হওনার ফেব্রুয়ারী মাসের শুরুতে পার্টিতে পদত্যাগ করেছেন এবং ফেব্রুয়ারী মাসের শেষ দিকে , তিনি ফ্রীডম ইউনিয়নের নেতাদের সঙ্গে একটি নতুন পার্টি--ডেমোক্রাটিক পার্টি গঠন করার কথা ঘোষণা করেছেন । হাউনের এই আচরণ সংসদের সংখ্যাগরিষ্ঠ পার্টির নীতি লঙ্ঘিত হয়েছে এবং সেই কারণে তিনি ৮ই মার্চ প্রধানমন্ত্রী বালকার কাছে পদত্যাগপত্র দিয়েছেন ।
|