v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-01 11:03:38    
এফ ১ চ্যাম্পীয়শীপ

cri
    ২০০৪ সালের ফমিওলার উয়েন ওয়াল্ট অথার্ত এফ ১ চ্যাম্পীয়শীপের চীন গ্রাঁ প্রী চীনের সাংহাইএ সমাপ্ত হয়েছে।ফেরারি গাড়ী বহরের ব্রাজিলিয়ান গাড়ী চালক রুবেন বারিছলো এবারকার প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন।চীনে প্রথম বারের মত এই ধরনের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে বলে এ সম্বন্ধেবিভিন্ন পক্ষের ব্যক্তিদের ধারণা কি রকম ,এ প্রসংগে আজকের এই অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রেকডিংভিত্তিক রিপোর্ট শুনতে পাবেন।

    ২৬ তারিখে সদ্যনির্মিত সাংহাই আন্তর্জাতিক দৌড় গাড়ীর মাঠে গাড়ীগুলোর যন্ত্রের বিরাট আওয়াজে আকাশ মুখরিত হয়।এফ ১-এর ২০ জন চালকের চালিত গাড়ী ঘন্টায় ৩০০ কিলোমিটারের বেশী বেগে প্রতিযোগিতার মাঠে চলছিল।এই প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে চালানো হয় সেই জন্য প্রতিযোগিতারমাঠের দু পাশের নিয়ন্ত্রণ কেন্দ্রে আন্তর্জাতিক গাড়ী ফেডারেশন আর দৌড় গাড়ীর মাঠের কর্মচারীরা মহা ব্যস্ত।প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা ১৫ হাজারেরও বেশী দর্শক প্রতিযোগীদের সমর্থন দেওয়ার জন্য হৈচৈ করে উল্লাস দিচ্ছিলেন। এটা ছিল সরজমিনে প্রথম বার আয়োজিত এফ ১-এর চীন গ্রাঁ প্রীর উষ্ণতা।

    যদিও প্রতিযোগিতা শেষ হয়েছে তবু এই প্রতিযোগিতায় স্মরণে থাকা ঘটনা অনেক। প্রতিযোগিতায় দেখা দেওয়া তীব্র প্রতিদ্বন্দিতা, সাংগঠনিক কাজে সরবরাহ দেয়া বিবেচক পরিসেবা এবং আধুনিক আর সম্পূর্ণ ব্যবস্থাগুলো দর্শকদের মনে গভীর ছাপ রেখেছে।প্রতিযোগিতা শেষ হয়ার পর, মিস্টার জেন যিনি এফ ১ প্রতিযোগিতা দেখার জন্য বিশষভাবে পেইচিং থেকে সাংহাইএ গিয়েছেন, তিনি আবেগের সংগে বলেছেন,

    এফ ১- এর চীন গ্রাঁ প্রী চীনের সংগে এফ ১-এর দূরত্ব কমিয়ে দিয়েছে।এখন আমাদের মতো সাধারণ গাড়ী অনুরাগীরা সরজমিনে উপস্থিত হয়ে চমত্কার প্রতিযোগিতার পরিবেশ অনুভব করার সুযোগ পেয়েছি।প্রতিযোগিতার জন্য যে সাংগঠনিক কাজ হয়েছে তাও সুশৃখল ।দৌড় গাড়ীর মাঠ সাংহাই শহরের কেন্দ্র থেকে একটু দূর বলে এখানে আসার আগে চলাফেলার ব্যাপারে আমি একটু চিন্তিত ছিলাম।কিন্তু সাংহাই আসার পর আমি টের পেয়েছি , দশর্কদের নিয়ে যাওয়া আর নিয়ে আসার জন্য সাংগঠনিক কমিটি কয়েক হাজার গাড়ীর ব্যবস্থা নিয়েছে। আসা-যাওয়ায় কোনো অসুবিধা দেখা দেয়নি।

    সাংহাই শহরের কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের চাডিন বিভাগে এবারকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জানা গেছে, দর্শকরা যাতে স্বচ্ছন্দে প্রতিযোগিতা চালোনোর জায়গায় পৌছতে পারে সেই জন্য আয়োজকরা বিশষভাবে ৪০০০টিরও বাসের প্রস্তুতি নিয়েছে।এ সব বাস প্রত্যেক দিন দর্শকদের নিয়ে আসা-যাওয়া হয়। তা ছাড়া, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সাংহাই আন্তর্জাতিক দৌড় গাড়ীর মাঠে পর পর চার বার রিহারস আয়োজন করা হয়েছে। রিহারসের বিষয়বস্তুতে রয়েছে প্রতিযোগিতার সংগে উদ্বোধনী অনুষ্ঠানের বিরাটাকারের তত্পরতার সংযোগ, বিশেষ অথিতিদের স্বাগত, প্ল্যাটফর্মে দর্শকদের প্রবেশের গাইড দেয়া , নানা ধরনের গাড়ীর পার্কিং ইত্যাদি ইত্যাদি। এ সব সুব্যবস্থিত কাজ কার্যকরভাবে প্রতিযোগিতার সাফল্য নিশ্চিত করেছে।

    শুধু সাধারণ দর্শকরা এবারকার সাংগঠনিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন তাই নয় এফ ১-এর অনেক বিশেষজ্ঞ বিভিন্ন পক্ষের উচ্চ মানের কাজের পঞ্চ মুখ প্রসংশা করেছেন।বি বি সির প্রবীণ ক্রীড়া সংবাদদাতা পেটার স্লাটের অনেক বার এফ ১-এর প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। নানা ধাপের গ্রাঁ প্রী সস্বন্ধে তার নথদর্পনে থাকে।এবারকার চীন গ্রাঁ প্রী প্রসংগে তিনি বলেছেন,

    আমার মনে হয়, গোট প্রতিযোগিতা অত্যন্ত সফল হয়েছে।এখারকার ব্যবস্থাগুলো এত সুন্দর যেগুলো ব্যবস্থাকে বিশ্বের শ্রেষ্ঠ ব্যবস্থা বলে মনে করা যায়। সাংগঠনিক কাজ অত্যন্ত ভাল , প্রতিযোগিতাও চমত্কার। গোটা প্রতিযোগিতা চলাকালে কোনো সমস্যা দেখা দেয়নি।এখারকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। আগামী বছরে প্রতিযোগিতাটি আবার এখানে আয়োজন করা হবে বলে আমি আন্তরিকভাবে প্রত্যাশা করছি।

    তাহলে এবারকার এফ ১-এর চীন গ্রাঁ প্রী সম্বন্ধেসাংহাই পক্ষের আয়োজকদের ধারণা কি? সাংহাই শহরের ক্রীড়া ব্যরোর্র মহা পরিচালক মিস্টার ছিও ভিয়ে ছাং যিনি প্রতিযোগিতার গোটা প্রস্তুতিমূলক কাজে নিয়োজিত হয়েছেন প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা আর অনুভুতি প্রসংগে তিনি বলেছেন,

    আমার প্রধান অনুভুতি আর অভিজ্ঞতা বলতে গেলে , আমার মনে হয় যে, দৌড় গাড়ী মাঠের কম্পানির মৌলিক উদ্যোগের পাশাপাশি সরকারের উদ্দীপনা এবং বাজারের কাঠামোকে সঠিকভাবে কাজে লাগানো এবারকার প্রতিযোগিতা সাফল্যজনকভাবে আয়োজনের প্রধান কারণ। এ কথাও বলা যায় যে, এটা হলো দীর্ঘকাল ধরে আমাদের বিরাটাকারের তত্পরতা আয়োজনের একটি অভিজ্ঞতা।

    তা ছাড়া, তিনি আরো মনে করেন, এফ ১-এর চীন গ্রাঁ প্রী ভালভাবে আয়োজন করা হলে সবোর্চ্চ মানের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে চীন সম্বন্ধে আরো গভীরভাবে জানতে বিশ্বের পক্ষে কল্যনকর।তিনি বলেছেন, এফ ১ হচ্ছে দৌড় গাড়ী প্রতিযোগিতাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় প্রতিযোগিতা যার সবচেয়ে উচ্চ মানের বিজ্ঞান ও প্রযুক্তির দাবিদারও করে। ওলিপিক গেমস আর বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতার মতো বিশ্বজুড়ে এই প্রতিযোগিতার অত্যন্ত ব্যাপক প্রভাব আছে।

    এ বছর এফ ১-এর ধাপ প্রতিযোগিতা প্রথম বার চীনের সাংহাইএ অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতার মাধ্যমে চীনের জন্য বিশ্বের কাছে সংস্কার ও উন্মুক্ততা, আধুনিকীকরণ গঠন কাজের সাফল্যএবং বিরাট বাণিজ্যসম্পন্ন ও সুষ্ঠু অর্থবিনিয়োগের পরিবেশ প্রকাশ পাওয়ার ভাল সুযোগ যুগিয়ে দেয়া হয়েছে। যার ফলে বিশ্বের মন্চে চীন আর সাংহাইএর প্রভাব কার্যকরভাবে উন্নত করা হয়।ক্রীড়া জগত পরিক্রমা শেষ হলো।