ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ৩১ তারিখে বলেছেন, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি এই বছরের মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে লেবার পার্টির বিজয় অর্জনে খুব সহায়ক।
ব্লেয়ার একইদিনে মন্ত্রীসভার অধিবেশনে উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, ব্রিটেনে দীর্ঘস্থায়ী এবং প্রবল প্রবৃদ্ধি হচ্ছে আরো বেশী গণ সমর্থন পাওয়ার জন্যে লেবার পার্টির প্রধান পুঁজি। বর্তমানে ব্রিটেন দু'শ বছর ধরে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির সময়পর্বে প্রবেশ করেছে। তা লেবার পার্টির আরেকবার বিজয়ের জন্যে সহায়ক।
ব্রিটেনেএ বছরের মে মাসে সাধারণ নির্বাচন আয়োজিত হবে। ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টি ১৯৯৭ সালে এবং ২০০১ সালে সাধারণ নির্বাচনে বিজয় অর্জন করেছে। সর্বশেষ জনমত সমীক্ষা থেকে জানা গেছে, বর্তমানে লেবার পার্টির জন-সমর্থনের হার ৪৩ শতাংশ। অর্থাত্ দ্বিতীয় পার্টি রক্ষণশীল পার্টির তুলনায় ১২ শতাংশ বেশী।
|