 চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৩০ তারিখে পেইচিংয়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত মানবাধীকার রিপোর্টে যে চীন সরকারকে অভিযোগ করেছে এবং চীনের মানবাধীকারের অবস্থার অপবাদ দিয়েছে, চীন দৃঢ়ভাবে তার বিরোধীতা করে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রের প্রকাশিত " ২০০৪ - ২০০৫ সালে মানবাধীকার এবং গণতন্ত্রের সমর্থন- মার্কিন রিপোর্ট" সম্পর্কে সংবাদদাতার প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন। এই মার্কিন রিপোর্ট চীন-সহ ৯৮টি দেশ এবং অঞ্চলের মানবাধীকারের অবস্থার সমালোচনা করেছে। এটা একটানা তিন বছর যুক্তরাষ্ট্রের এ ধরণের রিপোর্ট।
লিউ চিয়া ছাও বলেছেন, মানবাধীকার রক্ষা, গণতন্ত্র সম্প্রসারণ করা এবং আইন অনুযায়ী শাসন জোরদার করা ইত্যাদি ক্ষেত্রে চীন প্রচুর কাজ করেছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তা সবাই দেখছেন। তিনি বলেছেন, মার্কিন পক্ষের উচিত মানবাধীকারের অজুহাতে অন্যান্য দেশের অভন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা, নিজ দেশের মানবাধীকার সমস্যায় নজর রাখা এবং মানবাধীকার সমস্যায় শত্রুতার দুরাচার পরিবর্তন করা।
একই দিন, চীনের সবচেয়ে বড় বেসরকারী মানবাধীকার সংস্থার অন্যতম---চীনের মানবাধীকার উন্নয়ন তহবিলের পরিচালকও এ ব্যাপারে তার তীব্র অসন্তোষ এবং দৃঢ় বিরোধীতা প্রকাশ করেছেন।
|