চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৩১ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় ইন্দোনেসিয়ায় ভূমিকম্প ও জলোচ্ছ্বাস পূর্বাভাষ স্টেশন নেটওয়ার্ক নির্মানে চীনের সহায়তার অবস্থা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, চীন ও ইন্দোনেসিয়া এই ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে।
লিউ চিয়ান ছাও বলেছেন, গত জানুয়ারী মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ভূমিকম্প ও জলোচ্ছ্বাস বিষয়ক বিশেষ আসিয়ান শীর্ষ সম্মেলনে ইন্দোনেসিয়ায় ভূমিকম্প ও জলোচ্ছ্বা পূর্বাভাষ স্টেশন নেটওয়ার্ক নির্মানে চীনের সাহায্য দেয়ার কথা দিয়েছেন। তারপর চীনের ভূমিকম্প ব্যুরো ফেব্রুয়ারী মাসের শেষ দিকে ইন্দোনেসিয়ায় কর্ম গ্রুপ পাঠিয়ে ইন্দোনেসিয়া পক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী চীন মোট ২.৭ কোটি রেনমিনপি মূল্যের অর্থ দেবে।
|