জিম্বাবুয়ে ষষ্ঠ সংসদ নির্বাচন ৩১ তারিখে শুরু হয়েছে।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের চেয়ারম্যান জর্জ চিওয়েশে বলেছেন, দিনব্যাপী নির্বাচনে ভোটদাতারা সংসদের ১৫০টি আসনের মধ্যে ১২০জন সংসদ সদস্য নির্বাচন করবেন। নির্বাচনের ফলাফল ভোটদান শেষ হওয়ার পর ৪৮ঘন্টার মধ্যে প্রকাশিত হবে। তিনি আরো বলেছেন, জিম্বাবুয়ে অসাধারণ প্রয়াস চালিয়ে নির্বাচনের ন্যায়পরায়ণতা সুনিশ্চিত করবে।
পাঁচটি প্রধান পার্টির প্রার্থীরা ও ১৭জন নির্দলীয় ব্যক্তি এবারের নির্বাচনে অংশ গ্রহন করেছেন।পর্যবেক্ষকরা মনে করেন যে, জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিওটিক ফ্রন্ট (জে.এ.এন.ইউ-পি.এফ) ও প্রধান বিরোধী দল মুভমেন্ট ফোর ডিমোক্রেটিক চেন্জ (এম.ডি.সি)-এর মধ্যে প্রতিযোগিতা হবে সব চেয়ে তীব্র।
|