জার্মান চ্যান্সেলর গেরহারদ শ্রোয়েদার ৩০ তারিখে সাপ্তাহিক ডি ঝাইট পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে আবার জোর দিয়ে বলেছেন যে, তিনি ইউরোপীয় ইউনিয়ন-এর চীনের ওপর আরোপিত অস্ত্র-বিক্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার সমর্থন করেন।
চীনের ওপর আরোপিত অস্ত্র-বিক্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জার্মানী তার সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের বিরোধী মত বিবেচনা করে কিনা এই প্রশ্নের উত্তর দেয়ার সময়ে শ্রোয়াদার বলেছেন, জার্মানী "মৌলিক আইনবিধী" অনুযায়ী, জার্মানী সরকারের পররাষ্ট্রনীতি অবলম্বন করার অধিকার আছে। কিন্তু সংসদে গৃহীত সংশ্লিষ্ট প্রস্তাব তিনি সিদ্ধান্ত নেবার সময়ে বিবেচনা করবেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোসকা ফিশার একই দিনে বলেছেন, চীনের ওপর আরোপিত অস্ত্র-বিক্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিয়ে আলোচনা এখনো চলছে, ই ইউ-র সদস্য দেশগুলো এ নিয়ে একমত হয় নি।
|