প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঢাকার শ্যামপুরের মোঃ আব্দুল হামিদ (টিপু), নরসিংদী জেলার শিবপুরের কামরাবো গ্রামের মোঃ জুয়েল রানা, গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় গ্রামের লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি বি এম ফয়সাল আহমেদ, রাজশাহী জেলার জিউপাড়ার ম্যাচপাড়া গ্রামের মোঃ শাহিন আলম, পাবনা জেলার চাটমোহরের বিল-চলন শর্টওয়েভ রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি ডাঃ মোঃ রফিকুল আজিজ, সুজানগরের চরভবানী পুর গ্রামের মোঃ নূরুল ইসলাম, সিলেট জেলার জকিগঞ্জের রসুলপুর গ্রামের মোঃ মোস্তফা উদ্দিন, ফরিদপুর জেলার বায়তুল আমান রোডএর এম. ডি. আসাদুজ্জামান প্রমূখ শ্রোতাগণ চীনে কয়টি প্রদেশ আছে জানতে চেয়েছেন।
উত্তরঃপ্রদেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চলকে স্বায়ত্তশাসিত বিভাগ, জেলা, স্বায়ত্তশাসিত জেলা,বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং শহরে ভাগ করা হয়। জেলা এবং স্বায়ত্তশাসিত জেলাকে মহকুমা, জাতীয় মহকুমা, ছোট শহরে ভাগ করা হয়। সংবিধান অনুযায়ী, প্রয়োজনীয় সময়ে রাষ্ট্র বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীন স্থানীয় প্রশাসনিক অঞ্চল।
বর্তমানে চীনে মোট ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট আছে, এগুলোর মধ্যে অন্তর্ভূক্ত আছে ৪টি কেন্দ্র-শাসিত মহানগর, ২৩টি প্রদেশ, ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
|