ই-ইউ'র পালাক্রমিক সভাপতি দেশ লোক্সেমবার্গের প্রধানমন্ত্রী জিন- ক্লৌদ জুন্কার ৩০ তারিখে ব্রুসেলসে বুশের উত্থাপিত বিশ্ব ব্যাংকের গভর্নারের পদপ্রার্থী ওয়োফোওয়িট্সের সঙ্গে বৈঠক করেছেন। পরের সংবাদ সম্মেলনে জিন -ক্লৌদ জুনকার বলেছেন, ইউরোপীয় দেশ ওয়োলফোওয়িট্সকে বিশ্ব ব্যাংকের গভর্নার হতে সমর্থন করে।
তিনি আরো বলেছেন, তিনি আশা করেন যে, এবারকার সম্মেলনের ফলে বিশ্ব ব্যাকের এই নতুন গভর্নার জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্যকে নিজের কাজের ভিত্তি হিসেবে নিতে পারবেন। ইউরোপও আশা করে, বিশ্ব ব্যাংকের বোর্ডে সে আরো প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালন করতে পারবে।
একই দিন, ই-ইউ' কমিটির চেয়ারম্যান জোস ম্যানুল বারোসো লিসবনে বলেছেন, তিনি বুশের উত্থাপিত ওয়োলফোওয়িট্স বিশ্ব ব্যাকের গভর্নার হবার প্রস্তাব গ্রহণ করেন। তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক সমস্যায় ইউরোপ অধিকতর ভূমিকা পালন করছে বলে তিনি বিশ্ব ব্যাংকের প্রধানদের সঙ্গে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত।
ই-ইউ'র আমন্ত্রণে ওয়োলফোওয়িট্স ৩০ তারিখে ই-ইউ সফর শুরু করেছেন।
|