৩০ তারিখে সুদানের পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করে বলেছেন যে, সুদানের সরকার জাতি সংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত ১৫৯১ নম্বর প্রস্তাবের প্রতি দুঃখ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ১৫৯১ নম্বর প্রস্তাবে সুদানের দারফুর অঞ্চলের আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে সুদানের সরাকরের শান্তি প্রক্রিয়ার প্রয়াসের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এবং দারফুর অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে ভুল সংকেত দেয়া হয়েছে, সেজন্যে সুদানের সরকার দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে দিয়ে বলা দেয়া হয়েছে, সুদানের সরকার অব্যাহকভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাবে।
২৯ তারিখে জাতি সংঘের নিরাপত্তা পরিষদে ভোট নেয়ার সময়ে এর পক্ষে ১২টি ভোট পেড়েছে এবং ৩টি ভোট বিরত বলে১৫৯১নম্বর প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে দারফুর অঞ্চলের আন্তর্জাতিক মানবতাবাদী আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনকারী সন্দেহভাজন ব্যক্তিদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা, এবং বিদেশে তাঁদের সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরছাড়া, নিরাপত্তা পরিষদ একটি শাস্তিদান কমিটিও প্রতিষ্ঠা করবে, যাতে শাস্তি প্রাপ্য ব্যক্তিদের নাম তালিকা স্থির করা যায়, এবং শাস্তির বাস্তবায়ন ইত্যাদি তত্ত্ববধান করা যায়। চীন, রাশিয়া ও আলজেরিয়া ভোটদানে বিরত ছিলো।
|