মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আডাম এরেলি ৩০ তারিখে ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক সমাজ লেবানন থেকে সিরিয়ার সৈন্যদের প্রত্যাহারের ব্যাপারে একমত হয়েছে যে, সিরিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে।
এরেলি বলেছেন, সিরিয়ার উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৫৯ নম্বর প্রস্তাব মেনে নেওয়া। লেবানন থেকে সিরিয়াকে সৈন্য প্রত্যাহার করতে হবে। এটা লেবাননের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার আগে খুব জরুরি একটি সমস্যা। কিন্তু আন্নানের কাছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারার পাঠানো চিঠি সম্পর্কে এরেলি মন্তব্য করতে অস্বীকার করেছেন।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারা ২৯ তারিখে আন্নানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি এ বছরের মে মাসে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার আগে সেখান থেকে সিরিয়ার সব সৈন্য প্রত্যাহার করার কথা বলেছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার সিরিয়ার উদ্দেশ্যে লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহার করার তাগিদ দিয়েছিলো।
অন্য খবরে প্রকাশ, লেবানন সরকার সমর্থনকারী দলের ছাত্রছাত্রী এবং যুব-সংগঠন লেবাননের অভন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপ প্রতিরোধ করার জন্য ৩০ তারিখে বৈরুতে বিক্ষোভ-মিছিল করেছে।
|