|
 |
(GMT+08:00)
2005-03-30 20:31:56
|
 |
সংগীতকার-ইয়ে পেই
cri
অতিসম্প্রতি চীনের বিখ্যাত গায়িকা ইয়ে পেই তাঁর নতুন CD সংকলন প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি ইয়ে পেই নামক গায়িকাকে আপনাদের সংগে পরিচিত করবো। ইয়ে পেই, গত শতাব্দীর শেষ দিকে ক্যামপ্যাস সংগীতের প্রতিনিধি ছিলেন। তিনি একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা-মা সংগীত সংশ্লিষ্ট চাকরি করেন। তিনি ৭ বছর বয়স থেকে পিয়ানো শিখতে শুরু করেন। তার পর তিনি চীনের সংগীত বিশবিদ্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ৫ বছর কাটান। এর পর তিনি একজন পেশাদার গায়িকা হিসেবে সংগীত মঞ্চে আত্মপ্রকাশ করেন। এই নতুন প্রকাশিত CD সংকলন হচ্ছে ইয়ে পেইয়ের তৃতীয় প্রকাশনা। CD সংকলনে মোট ১০ টি গান বেছে নেয়া হয়েছে। প্রত্যেক গানের স্টাইল বিভিন্ন। গত তিন বছরের মধ্যে ইয়ে পেই একটিও CD সংকলন প্রকাশ করেন নি। জানা গেছে, গত তিন বছরে তিনি চীনের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের ভিন্ন জায়গায় গিয়েছেন। ভ্রমণের মাধ্যমে তিনি সংগীত রচনার প্রেরণা অনুসন্ধান করতে চান। তিন বছর সময় কেটে গেছে। তিনি অনেক বেশী প্রকাশ করতে চান। তাই তিনি খুশির ভেতরে নামে এই CD সংকলন প্রকাশ করেছেন। বলা যায়, এই CD সংকলন একজন মেয়ের বড় হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেছে।
|
|
|