২৯শে মার্চ বৈরুতে লেবাননের তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার প্রধানমন্ত্রী ওমর কারামি স্বীকার করেছেন যে , মন্ত্রীসভা গঠন করা সংক্রান্ত তাঁর প্রচেষ্টা ব্যর্থ করেছেন । কিন্তু সেইদিন সিরিয়া পক্ষ প্রথমবার বলেছে যে , সামনের মে মাসে লেবাননের সংসদ নির্বাচনের আগে সিরিয়া লেবানন থেকে তার সকল বাহিনী সরিয়ে নেবে ।
সেইদিন অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে কারামি বলেছেন যে , বিরোধী পার্টি পরিকল্পনায় জাতীয় ঐক্য সরকারে যোগ দেয়ার প্রস্তাব নাকচ করেছে ফলে মন্ত্রীসভা সংগঠন করার সংক্রান্ত তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয় । একই সময়ে তিনি বলেছেন যে , তিনি আরেকবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করবেন ।
আরেকটি খবরে বলা হয়েছে যে , ২৯শে মার্চ সিলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-সারা জাতি সংঘের মহা-সবিচ কোফি আন্নানের কাছে চিঠি পাঠিয়েছেন , এতে প্রথমবার বলা হয় যে , এই বছরের মে মাসে লেবাননের সংসদ নির্বাচনের আগে সিরিয়ার সকল বাহিনী সরিয়ে নেবে ।
একই দিন ওয়াসিংটোনে মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র আদম এরেলি বলেছেন যে , মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের সংসদ নির্বাচন স্থগিত রাখায় যে কোনো পরিকল্পনার বিরোধীতা করে ।
|