কিরগিজস্তানের নতুন সংসদের স্পীকার তেকেপায়েভ ৩০ তারিখে লন্ডণে আকায়েভকে প্রেসিডেন্ট হিসেবে পদ ত্যাগ করতে তাগিদ দিয়েছেন।তিনি আরো বলেছেন, আকায়েভের পদ -ত্যাগ হচ্ছে বর্তমানে দেশকে সংকট থেকে মুক্ত করার শ্রেষ্ঠ উপায়।
একইদিন, কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, সরকারের প্রধানমন্ত্রী বাকিয়েভ এটবায়েভকে দেশের নিরাপত্তা ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট খবর থেকে জানা গেছে, কিরগিজস্তানের সরকারের যাবতীয় কর্মকর্তারা একইদিন কাজ করেছেন।
অন্য খবরে জানা গেছে, আকায়েভ ২৯ তারিখে রাশিয়ার সংবাদমাধ্যমের কাছে সাক্ষাতকার দেয়ার সময় বলেছেন, বর্তমানে তিনি কিরগিজস্তানের বৈধ প্রেসিডেন্ট। কিন্তু তিনি সংলাপের মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে ইচ্ছুক। তিনি বলেছেন, তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে , তিনি নির্দিষ্ট শর্তে প্রেসিডেন্টের পদ ত্যাগ করবেন।
কিরগিজস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুন্বায়েভা একইদিন বলেছেন, কিরগিজস্তানের নতুন প্রশাসন আকায়েভকে ডেকে আনবে না।
|